Ajker Patrika

এনওসি না মেলায় ফিরতে পারেননি তিন শতাধিক বাংলাদেশি

প্রতিনিধি
এনওসি না মেলায় ফিরতে পারেননি তিন শতাধিক বাংলাদেশি

চুয়াডাঙ্গা: দূতাবাসের ছাড়পত্র (এনওসি) না পাওয়ায় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে পারেননি ভারতে আটকে পড়া বাংলাদেশিরা। আজ রোববার দুপুর পর্যন্ত এ চেকপোস্ট দিয়ে কোনো বাংলাদেশি নাগরিক দেশে আসেননি। যদিও আজ থেকেই ভারতে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফিরিয়ে আনার কথা ছিল। এর জন্য চেকপোস্টে সব ধরনের প্রস্তুতিও ছিল।

দর্শনা ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ভারতে আটকে পড়া বাংলাদেশিরা সেখানকার বাংলাদেশি হাইকমিশন থেকে অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় দেশে ফিরতে পারেননি। আজ দুপুর পর্যন্ত হাইকমিশন থেকে কাউকে এনওসি দেওয়া হয়নি। এজন্য তারা দেশে আসার অনুমতি পাননি। তবে এনওসি ও করোনা রিপোর্ট হাতে পেলেই তাদেরকে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন বলেন, চিকিৎসাসহ বিভিন্ন কাজে বাংলাদেশি পাসপোর্টধারীরা ভারতে গিয়েছিলেন। এরপর করোনা নিয়ন্ত্রণে সীমান্ত বন্ধ করে দিলে তারা সেখানে আটকা পড়েন। এই চেকপোস্ট দিয়ে এমন তিন শতাধিক যাত্রীকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। আজ থেকে তাদের দেশে প্রবেশের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। দেশে প্রবেশের পর দর্শনা চেকপোস্টে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনা পরীক্ষা করা হবে। করোনা আক্রান্ত হলে রাখা হবে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে। আর আক্রান্ত শনাক্ত না হলে রাখা হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে।

মনিরা পারভীন আরও বলেন, এনওসি না থাকায় আজ এ পথ দিয়ে কেউ দেশে আসতে পারেনি। তবে আগামীকাল সোমবার তাদের দেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত