চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় মোটরসাইকেল-আলমসাধুর (নছিমন) মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক মহাতাপ উদ্দিন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১০টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর-পুড়াপাড়া বাজার সড়কের বড়খানপুর বাজারের শওকত আলীর বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবক মহাতাপ উদ্দিন পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আদমপুর গ্রামের আইনাল হকের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী একই গ্রামের ফুলজার রহমানের ছেলে ইসরাফিল হোসেন (২৫) আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় কাঠের গুঁড়িবোঝাই আলমসাধু জব্দ করে চালককে আটক করেছে পুলিশ।
বড়খানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কামাল হোসেন মল্লিক বলেন, মহাতাপ বুধবার সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে দ্রুতগতিতে হেলমেট ছাড়াই মহেশপুরের আদমপুর গ্রাম থেকে চৌগাছার বড়খানপুর গ্রামের সড়ক দিয়ে পুড়াপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে কাঠের গুঁড়িবোঝাই একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক মহাতাপ ও আরোহী ইসরাফিল মারাত্মক আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মহাতাপের মৃত্যু হয়। আহত ইসরাফিলকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কামাল হোসেন মল্লিক আরও বলেন, মহাতাপ এক মাস আগে বিদেশ থেকে বাড়িতে এসেছেন। কিছুদিন পর আবারও তাঁর বিদেশে যাওয়ার কথা ছিল।
চৌগাছা থানার উপপরিদর্শক বিপ্লব সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আলমসাধুটি জব্দ করে চালককে আটক করেছে। নিহতের পরিবার মামলা করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
যশোরের চৌগাছায় মোটরসাইকেল-আলমসাধুর (নছিমন) মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক মহাতাপ উদ্দিন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১০টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বড়খানপুর-পুড়াপাড়া বাজার সড়কের বড়খানপুর বাজারের শওকত আলীর বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই যুবক মহাতাপ উদ্দিন পার্শ্ববর্তী মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আদমপুর গ্রামের আইনাল হকের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলের আরোহী একই গ্রামের ফুলজার রহমানের ছেলে ইসরাফিল হোসেন (২৫) আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় কাঠের গুঁড়িবোঝাই আলমসাধু জব্দ করে চালককে আটক করেছে পুলিশ।
বড়খানপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কামাল হোসেন মল্লিক বলেন, মহাতাপ বুধবার সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে দ্রুতগতিতে হেলমেট ছাড়াই মহেশপুরের আদমপুর গ্রাম থেকে চৌগাছার বড়খানপুর গ্রামের সড়ক দিয়ে পুড়াপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে কাঠের গুঁড়িবোঝাই একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক মহাতাপ ও আরোহী ইসরাফিল মারাত্মক আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মহাতাপের মৃত্যু হয়। আহত ইসরাফিলকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কামাল হোসেন মল্লিক আরও বলেন, মহাতাপ এক মাস আগে বিদেশ থেকে বাড়িতে এসেছেন। কিছুদিন পর আবারও তাঁর বিদেশে যাওয়ার কথা ছিল।
চৌগাছা থানার উপপরিদর্শক বিপ্লব সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আলমসাধুটি জব্দ করে চালককে আটক করেছে। নিহতের পরিবার মামলা করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের অ্যারোসল কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগেগাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় একটি সোয়েটার কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন মানুষ।
৩২ মিনিট আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ফের সড়ক অবরোধ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এতে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধসহ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ রোববার সকালে রাজধানী প্রেসক্লাবের সামনে তোপখানা ও পল্টন সড়ক, মোহাম্মদপুর বেড়িবাঁধ, খিলগাঁও এবং যাত্রাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত
৩৬ মিনিট আগেরাজধানীর মিরপুরে একটি টিনশেড বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে...
১ ঘণ্টা আগে