খুলনা প্রতিনিধি
খুলনার রূপসা এলাকার সালাম জুট মিলে লাগা আগুন ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। রাত সোয়া ১১টায় খোঁজ নিয়ে জানা গেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি এবং নৌবাহিনীর দুটি ইউনিট। দুটি সংস্থার ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় জাবুসা এলাকায় অবস্থিত সালাম জুট মিলে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ এবং হতাহতরে কোনো খবর এখনো পাওয়া যায়নি।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমরে দায়িত্বে থাকা মো. আব্দুল কাদের বলেন, ‘বিকেলে সাড়ে ৫টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।’
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (খুলনা) ফারুক হোসেন শিকদার বলেন, ‘ফায়ার সার্ভিস তাদের সাধ্যমতো চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। উক্ত প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপকের কোনো ব্যবস্থা নেই।’
তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা, রূপসা, বাগেরহাট অঞ্চল থেকে ১১টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট এবং নৌবাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।’
প্রতিষ্ঠানের ম্যানেজার বশির আহম্মেদ বলেন, ‘৩ নম্বর গুদামে অবস্থিত ১টি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। অল্প সময়ের মধ্যে ২ নম্বর এবং ১ নম্বর গুদামেও অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।’
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম এম এ সালাম সাংবাদিকদের বলেন,৩টি গুদামে উৎপাদিত পণ্য ছিল ৭৫০ টন যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা এবং কাঁচাপাট ছিল ১৩০০ টন। যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি। তিনি বলেন, সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
খুলনার রূপসা এলাকার সালাম জুট মিলে লাগা আগুন ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। রাত সোয়া ১১টায় খোঁজ নিয়ে জানা গেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি এবং নৌবাহিনীর দুটি ইউনিট। দুটি সংস্থার ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় জাবুসা এলাকায় অবস্থিত সালাম জুট মিলে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ এবং হতাহতরে কোনো খবর এখনো পাওয়া যায়নি।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমরে দায়িত্বে থাকা মো. আব্দুল কাদের বলেন, ‘বিকেলে সাড়ে ৫টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।’
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (খুলনা) ফারুক হোসেন শিকদার বলেন, ‘ফায়ার সার্ভিস তাদের সাধ্যমতো চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। উক্ত প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপকের কোনো ব্যবস্থা নেই।’
তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা, রূপসা, বাগেরহাট অঞ্চল থেকে ১১টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট এবং নৌবাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।’
প্রতিষ্ঠানের ম্যানেজার বশির আহম্মেদ বলেন, ‘৩ নম্বর গুদামে অবস্থিত ১টি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। অল্প সময়ের মধ্যে ২ নম্বর এবং ১ নম্বর গুদামেও অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।’
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম এম এ সালাম সাংবাদিকদের বলেন,৩টি গুদামে উৎপাদিত পণ্য ছিল ৭৫০ টন যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা এবং কাঁচাপাট ছিল ১৩০০ টন। যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি। তিনি বলেন, সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৪ ঘণ্টা আগে