খুলনা প্রতিনিধি
খুলনার রূপসা এলাকার সালাম জুট মিলে লাগা আগুন ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। রাত সোয়া ১১টায় খোঁজ নিয়ে জানা গেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি এবং নৌবাহিনীর দুটি ইউনিট। দুটি সংস্থার ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় জাবুসা এলাকায় অবস্থিত সালাম জুট মিলে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ এবং হতাহতরে কোনো খবর এখনো পাওয়া যায়নি।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমরে দায়িত্বে থাকা মো. আব্দুল কাদের বলেন, ‘বিকেলে সাড়ে ৫টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।’
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (খুলনা) ফারুক হোসেন শিকদার বলেন, ‘ফায়ার সার্ভিস তাদের সাধ্যমতো চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। উক্ত প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপকের কোনো ব্যবস্থা নেই।’
তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা, রূপসা, বাগেরহাট অঞ্চল থেকে ১১টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট এবং নৌবাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।’
প্রতিষ্ঠানের ম্যানেজার বশির আহম্মেদ বলেন, ‘৩ নম্বর গুদামে অবস্থিত ১টি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। অল্প সময়ের মধ্যে ২ নম্বর এবং ১ নম্বর গুদামেও অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।’
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম এম এ সালাম সাংবাদিকদের বলেন,৩টি গুদামে উৎপাদিত পণ্য ছিল ৭৫০ টন যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা এবং কাঁচাপাট ছিল ১৩০০ টন। যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি। তিনি বলেন, সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
খুলনার রূপসা এলাকার সালাম জুট মিলে লাগা আগুন ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। রাত সোয়া ১১টায় খোঁজ নিয়ে জানা গেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি এবং নৌবাহিনীর দুটি ইউনিট। দুটি সংস্থার ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয় জাবুসা এলাকায় অবস্থিত সালাম জুট মিলে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ এবং হতাহতরে কোনো খবর এখনো পাওয়া যায়নি।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমরে দায়িত্বে থাকা মো. আব্দুল কাদের বলেন, ‘বিকেলে সাড়ে ৫টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে।’
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (খুলনা) ফারুক হোসেন শিকদার বলেন, ‘ফায়ার সার্ভিস তাদের সাধ্যমতো চেষ্টা করছে আগুন নেভানোর জন্য। উক্ত প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপকের কোনো ব্যবস্থা নেই।’
তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুলনা, রূপসা, বাগেরহাট অঞ্চল থেকে ১১টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট এবং নৌবাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।’
প্রতিষ্ঠানের ম্যানেজার বশির আহম্মেদ বলেন, ‘৩ নম্বর গুদামে অবস্থিত ১টি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্টসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। অল্প সময়ের মধ্যে ২ নম্বর এবং ১ নম্বর গুদামেও অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে।’
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এম এম এ সালাম সাংবাদিকদের বলেন,৩টি গুদামে উৎপাদিত পণ্য ছিল ৭৫০ টন যার আনুমানিক মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা এবং কাঁচাপাট ছিল ১৩০০ টন। যার আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি। তিনি বলেন, সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।
দাউদকান্দিতে অভিযানে খুন-ডাকাতিসহ ২১ মামলার আসামি আল-মামুনকে (৪২) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আজ মঙ্গলবার উপজেলার গৌরীপুরে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ মিনিট আগেখুলনায় মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় দেন।
৩ মিনিট আগেগোপালগঞ্জে নিয়মিত অভিযান চালাতে গিয়ে জুয়েলারি ব্যবসায়ী কর্তৃক হামলা ও মারধরের শিকার হন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) চার কর্মকর্তা ও কর্মচারী। এ ঘটনায় আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে শহরের সব জুয়েলারি দোকান।
৪ মিনিট আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ও সাংবাদিক নাঈমুল ইসলাম খান, তাঁর স্ত্রী নাসিমা খান মন্টি, তিন মেয়ে লাবিবা নাঈম খান, যুলিকা নাঈম খান এবং আদিভা নাঈম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির
১৬ মিনিট আগে