সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের কালিন্দীসহ পাঁচ নদীর মোহনায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ জেলের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে সুন্দরবনের উলুখালী নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগরের রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক কুমার সরকার।
ওই জেলের নাম রুহুল কুদ্দুস (৫০)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের রমজান গাজীর ছেলে।
রুহুল কুদ্দুসের ভাই আব্দুর রশিদ জানান, রুহুল কুদ্দুস বৃহস্পতিবার বলা সাড়ে ১১টার দিকে কালিঞ্চিসহ পাঁচ নদীর মোহনায় মাছ ধরার সময় ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ হন। এরপর থেকে কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, নৌ-পুলিশ ও কোস্ট গার্ডসহ স্থানীয় জনপ্রতিনিধিরা কুদ্দুসকে উদ্ধারের জন্য সুন্দরবনসংলগ্ন নদীতে অভিযান চালিয়ে আসছিলেন। পরে শনিবার সকাল ৯টার দিকে সুন্দরবনের উলুখালী নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামনগরের রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক কুমার সরকার বলেন, ‘নিখোঁজ জেলে রুহুল কুদ্দুসের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ তাঁর স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কালবৈশাখী ঝড়ে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ, রমজাননগর ও কৈখালী ইউনিয়নের ২০টি গ্রামের চার শতাধিক আধা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। গাছপালা ও বিদ্যুতের খুঁটি পড়ে যায়। কৈখালী গ্রামের জেলে রুহুল কুদ্দুস মাছ ধরতে গিয়ে কালিঞ্চিসহ সুন্দরবনসংলগ্ন পাঁচ নদীর মোহনায় নৌকাডুবিতে নিখোঁজ হন।
সাতক্ষীরার শ্যামনগরের কালিন্দীসহ পাঁচ নদীর মোহনায় ঝড়ের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ জেলের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে সুন্দরবনের উলুখালী নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগরের রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক কুমার সরকার।
ওই জেলের নাম রুহুল কুদ্দুস (৫০)। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামের রমজান গাজীর ছেলে।
রুহুল কুদ্দুসের ভাই আব্দুর রশিদ জানান, রুহুল কুদ্দুস বৃহস্পতিবার বলা সাড়ে ১১টার দিকে কালিঞ্চিসহ পাঁচ নদীর মোহনায় মাছ ধরার সময় ঝড়ে নৌকাডুবিতে নিখোঁজ হন। এরপর থেকে কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, নৌ-পুলিশ ও কোস্ট গার্ডসহ স্থানীয় জনপ্রতিনিধিরা কুদ্দুসকে উদ্ধারের জন্য সুন্দরবনসংলগ্ন নদীতে অভিযান চালিয়ে আসছিলেন। পরে শনিবার সকাল ৯টার দিকে সুন্দরবনের উলুখালী নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামনগরের রায়নগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারক কুমার সরকার বলেন, ‘নিখোঁজ জেলে রুহুল কুদ্দুসের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ তাঁর স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কালবৈশাখী ঝড়ে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ, রমজাননগর ও কৈখালী ইউনিয়নের ২০টি গ্রামের চার শতাধিক আধা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। গাছপালা ও বিদ্যুতের খুঁটি পড়ে যায়। কৈখালী গ্রামের জেলে রুহুল কুদ্দুস মাছ ধরতে গিয়ে কালিঞ্চিসহ সুন্দরবনসংলগ্ন পাঁচ নদীর মোহনায় নৌকাডুবিতে নিখোঁজ হন।
টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ সরকার নামের এক যুবক তাঁর মা-বাবা ও প্রতিবেশীসহ সাতজনকে কুপিয়ে জখম করেছেন। তাঁদের মধ্যে রাজেশ্বরী সরকার মিতু (৩৬) নামের এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক যুবক আনন্দ সরকারকে পুলিশ আটক করেছে।
৭ মিনিট আগেচট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
১২ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৫ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
১৯ মিনিট আগে