Ajker Patrika

ইবিতে আবেদনের যোগ্যতা থাকলেই ভর্তি নেওয়ার দাবি কর্মকর্তা-কর্মচারীদের

ইবি প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ২০: ২৯
ইবিতে আবেদনের যোগ্যতা থাকলেই ভর্তি নেওয়ার দাবি কর্মকর্তা-কর্মচারীদের

গুচ্ছভুক্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা থাকলেই ভর্তি নেওয়ার দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা এই স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় সৃষ্টির পর থেকে এখানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের পোষ্য কোটায় ভর্তির বিষয়ে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। গুচ্ছের অধীনে ভর্তি পরীক্ষা চালু হওয়ার পরও ভর্তি পরীক্ষায় আবেদন করার ন্যূনতম যোগ্যতার শর্তে ২০২০-২১ শিক্ষাবর্ষে পোষ্যদের ভর্তি করা হয়েছে। অথচ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষে পোষ্য কোটায় ভর্তির কোনো বিশেষ সুযোগই রাখা হয়নি।

এই দাবি আদায় না হলে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে আগামী ৩০ জুলাই ৩ ঘণ্টা ও ৩১ জুলাই ৪ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দেন। এরপরও দাবি আদায় না হলে পরবর্তী সময়ে নতুন করে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

 গুচ্ছের নীতিমালায় বলা হয়েছে, যেকোনো শিক্ষার্থীর ভর্তির আবেদনের জন্য ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। কোটাধারীদের জন্য একই শর্ত রাখা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা থাকলেই তাঁদের ভর্তির দাবি জানান তাঁরা।

এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলম বলেন, ‘গুচ্ছ একটি অপরিপক্ব সিদ্ধান্ত নিয়েছে ৷ তারা কোটাধারীদের জন্য কোনো বিশেষ সুবিধা রাখেনি। আমাদের সন্তানদের ভর্তি পরীক্ষার আবেদনের ন্যূনতম যোগ্যতা থাকলেই তাদের ভর্তি নিতে হবে। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

এদিকে পোষ্যদের যোগ্যতা শিথিল করে ভর্তি কার্যকরে পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুপারিশ করার সিদ্ধান্ত নেয় শিক্ষক সমিতি। গত ১৮ জুলাই শিক্ষক সমিতির অষ্টম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘এটা আমাদের এখতিয়ারভুক্ত নয়। তাই আমরা গুচ্ছের কেন্দ্রীয় কমিটির কাছে এ বিষয়ে চিঠি পাঠাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত