Ajker Patrika

গাংনীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ সেই দিনমজুরের মৃত্যু 

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
গাংনীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ সেই দিনমজুরের মৃত্যু 

মেহেরপুরের গাংনীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দিনমজুর সাহাদুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোর ৬টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 
 
এর আগে, গত বৃহস্পতিবার আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন সাহাদুল ইসলাম। তিনি উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কল্যানপুর গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. কাওছার আলী। তিনি বলেন, ‘গত বুধবার রাত ৯টার দিকে তীব্র শীতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে গিয়ে সাহাদুল ইসলাম দগ্ধ হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁর অবস্থা খারাপ হওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকেরা। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’ 

তিনি আরও বলেন, ‘সাহাদুল ইসলামের পরিবার খুবই অসহায়। অভাব অনটনের সংসারে ছিল তাঁর। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্যরা অসহায় হয়ে পড়েছেন। আমরা পাড়া মহল্লায় টাকা তুলে ঢাকায় থেকে তাঁর লাশ আনার প্রক্রিয়া চালাচ্ছি।’ 

তেঁতুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মো. নাজমুল হুদা বিশ্বাস বলেন, ‘আমি মৃত্যুর বিষয়টি শুনেছি। আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু পারি তাঁর পরিবারকে সহযোগিতা করা হবে।’ 

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন পেলে আর্থিক সহযোগিতা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত