Ajker Patrika

মাটিতে খুঁড়ে পাওয়া সেই কঙ্কাল রাজাকারদের, বললেন মুক্তিযোদ্ধারা

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৭: ৪৪
মাটিতে খুঁড়ে পাওয়া সেই কঙ্কাল রাজাকারদের, বললেন মুক্তিযোদ্ধারা

মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদের ভেতরে মাটি খোঁড়ার সময় উদ্ধার হওয়া মানব কঙ্কাল একাত্তরের স্বাধীনতা বিরোধী রাজাকারদের বলে জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। 

আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সরেজমিনে পরিদর্শনে আসলে বীর মুক্তিযোদ্ধারা এই তথ্য জানান। 

তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মাথার খুলি ও হাড় পাওয়া স্থানে কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। 

মাগুরা জেলা প্রশাসক সরেজমিন আসলে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা তাজাম্মেল হাসন ও আব্দুল হাই মিয়াসহ কয়েকজন মুক্তিযোদ্ধা একাত্তরের সেই বর্ণনা দেন। ওই স্থানে ২১ জন রাজাকারকে হত্যা করে তাদের কবর দেওয়া হয়েছিল বলে তথ্য দেন তাঁরা। 

গত মঙ্গলবার সকালে মহম্মদপুর উপজেলা পরিষদ অভ্যন্তরে পুরোনো হল রুমের পূর্বপাশে স্থানীয় কৃষি বিভাগের কৃষি যন্ত্রপাতি ও বীজ সংরক্ষণাগারের একতলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় হাড়সহ মাথার খুলি পাওয়া যায়। ওই দিন শ্রমিকেরা বেজ ঢালাইয়ের জন্য মাটি খোঁড়ার সময় এ কঙ্কাল পায়। 
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামানন্দ পাল, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায়, সহকারী কমিশনার (ভূমি) বাসুদের কুমার মালা, ইপিআর বীর মুক্তিযোদ্ধা মো. তোজাম্মেল হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আ. হাই মিয়া উপস্থিত ছিলেন। 

মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, ‘স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে যে বর্ণনা পেয়েছি তাতে ধারণা করা হচ্ছে মানব কঙ্কালের বিভিন্ন অংশ রাজাকারদের। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব। তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ওই স্থানে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত