Ajker Patrika

অসহায় নারীদের সুবিধায় ভাগ বসাচ্ছেন সচ্ছলেরা

কাজী শামিম আহমেদ, খুলনা
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৩: ৫৩
অসহায় নারীদের সুবিধায় ভাগ বসাচ্ছেন সচ্ছলেরা

অসহায়-দুস্থ নারীদের সহায়তার জন্য সরকার থেকে বাস্তবায়ন করা হচ্ছে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্প। কিন্তু খুলনার রূপসায় সচ্ছল পরিবারের নারীরা এই সুবিধায় ভাগ বসাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ফলে প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন দরিদ্ররা।

উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে রূপসার পাঁচটি ইউনিয়নে ভিডব্লিউবি প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন মোট ২ হাজার ৬৩৩ নারী। তাঁদের অধিকাংশই সুবিধা নেওয়ার আবেদনে নিজেদের ঘর টিন, মাটি ও বাঁশ দিয়ে তৈরি বলে উল্লেখ করেছেন। এ ছাড়া ৮০ শতাংশ তাঁদের পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তির পেশা হিসেবে কৃষিজমিতে দিনমজুরের তথ্য দিয়েছেন। তবে খোঁজ নিয়ে দেখা গেছে, অনেক তথ্যই অসত্য।

নীতিমালা অনুযায়ী, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্যের সভাপতিত্বে তৃণমূল পর্যায়ে কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে উপকারভোগীদের তালিকা করতে হবে। পরে ইউনিয়ন কমিটি সব তালিকা সমন্বয় করে উপজেলা কমিটিতে জমা দেবে। তালিকায় অসচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত ও প্রতিবন্ধী নারীদের অগ্রাধিকারের কথাও বলা আছে নীতিমালায়। তবে এর তোয়াক্কা না করে স্থানীয় জনপ্রতিনিধিদের পরিচিতদের মধ্যে ভিডব্লিউবি কার্ড বণ্টন করা হয়েছে। বিগত দিনে যাঁরা কার্ড পেয়েছিলেন, তাঁদেরও নতুন চক্রে নিয়মবহির্ভূতভাবে ফের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া নীতিমালায় উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে সুফলভোগীদের আত্মকর্মসংস্থানের দিকে উদ্বুদ্ধ করার নির্দেশনা থাকলেও এখনো কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, আইচগাতি ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ডের পাকা বাড়ির বাসিন্দা রোকেয়া বেগমের ভিডব্লিউবি কার্ড রয়েছে। বাড়ির সামনেই তিনি তৈরি করছেন পাকা দোকান। স্বামী আলমগীর হোসেনের রয়েছে একটি ট্যুরিস্ট ও একটি মালবাহী ট্রলার। ঘাটভোগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাদিয়া শান্তা স্বামীকে দিনমজুর কৃষক এবং টিনের ঘরে বসবাস করার তথ্য দিয়ে তালিকায় নাম তুলেছেন। বাস্তবে তাঁর স্বামী সাদ্দাম হোসেনের রয়েছে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের ব্যবসা, চলাচল করেন মোটরসাইকেলে। নৈহাটি ইউনিয়নের রহিমনগর বাজারের নাজিম স্টোরের মালিক নাজিম ফরাজীর রয়েছে মুদি-মনিহারিসহ জ্বালানি তেলের ব্যবসা। তবে ভিডব্লিউবির আবেদনের তালিকায় তিনি একজন দিনমজুর কৃষক, বাস করেন মাটির ঘরে। আর সে কারণেই তাঁর স্ত্রী নাজমুন নাহার পাচ্ছেন কার্ডের মাধ্যমে চাল সহায়তা।

অন্যদিকে আইচগাতির এক বিধবা নারী নাম প্রকাশ না করে জানান, তিনি লবণ তৈরির কোম্পানিতে কাজ করেন। কোম্পানির জমিতে ঝুপড়িতে দুই সন্তান নিয়ে থাকেন। তিনি গত বছর বারবার ধরনা দিয়েও ভিডব্লিউবি কার্ড পাননি।

এ নিয়ে কথা হলে নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল বলেন, ‘অনলাইনে যে কেউ আবেদন করতে পারেন। আবেদন করার সময় যাচাই-বাছাই করা হয় না। আর উপজেলা দপ্তর থেকে কার্ড দেওয়া হয়। আমাদের কাছ থেকে কোনো তালিকা নেওয়া হয়নি।’

রূপসায় ২০২৩-২৪ অর্থবছরের তালিকায় স্বাক্ষর থাকা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বদলি হয়ে বাগেরহাটে রয়েছেন। ভিডব্লিউবি সুবিধা পেতে মিথ্যা তথ্য দিয়ে অনেকে আবেদন করেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এ-সংক্রান্ত ইউনিয়ন কমিটির সভাপতি। অনলাইনে আবেদন করার পরে স্বয়ংক্রিয়ভাবে স্কোর পড়ে, সে অনুযায়ী অগ্রাধিকার পাওয়া নারীদের নাম আগে চলে আসে। পেশা, আয়, বাড়ির বিবরণী স্বল্প সময়ে যাচাই-বাছাই করতে গিয়ে কিছু ত্রুটি থাকতে পারে।

যোগাযোগ করা হলে রূপসা উপজেলার বর্তমান মহিলাবিষয়ক কর্মকর্তা হাসি রানী রায় বলেন, অভিযোগ পেয়ে বিগত চক্রে যাঁরা ছিলেন এমন ৬২ জনকে বাদ দেওয়া হয়েছে। নতুন অভিযোগ যদি সত্য হয়, তাহলে উপজেলা কমিটির মাধ্যমে তদন্ত করে তাঁদের কার্ড বাতিল করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত