কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ী গ্রামের একটি পুকুর থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। গত ৫ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহত ব্যক্তির নাম আসাদুল (৫০)। তিনি মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি ছিট কাপড়ের ব্যবসা করতেন।
গত ৫ আগস্ট রাতে প্রতিপক্ষ ধাওয়া দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি মাঠে ধান লাগিয়ে পুকুর পাড় দিয়ে আসার সময় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেই। সেখানে ছুটে যান আসাদুলের পরিবারের সদস্যরা। তাঁর পরিহিত গেঞ্জি দেখে তাঁরা আসাদুলের মরদেহ বলে শনাক্ত করেন।
স্বামীকে হত্যা করা হয়েছে দাবি করে নিহতের স্ত্রী মোছা. মাসুরা খাতুন বলেন, ‘গ্রামের মৃত মোফাজ্জেল হোসেন ভাদুর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক দ্বন্দ্ব চলে আসছিল। তারই জেরে গত ৫ আগস্ট সন্ধ্যার পর তার পরিবারের লোকজনসহ ২০–৩০ জন অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সে সময় আমার স্বামী প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারী তাঁকে ধাওয়া করেন। এরপর থেকেই নিখোঁজ হন তিনি।’
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে স্থানীয় পাটিকাবাড়ী ক্যাম্প পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সামাজিক দ্বন্দ্বে গত ৫ আগস্ট প্রতিপক্ষের ধাওয়া করার পর থেকে সে নিখোঁজ ছিল।’
কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়ী গ্রামের একটি পুকুর থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। গত ৫ আগস্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহত ব্যক্তির নাম আসাদুল (৫০)। তিনি মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে। তিনি ছিট কাপড়ের ব্যবসা করতেন।
গত ৫ আগস্ট রাতে প্রতিপক্ষ ধাওয়া দেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের দাবি পূর্ব শত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি মাঠে ধান লাগিয়ে পুকুর পাড় দিয়ে আসার সময় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দেই। সেখানে ছুটে যান আসাদুলের পরিবারের সদস্যরা। তাঁর পরিহিত গেঞ্জি দেখে তাঁরা আসাদুলের মরদেহ বলে শনাক্ত করেন।
স্বামীকে হত্যা করা হয়েছে দাবি করে নিহতের স্ত্রী মোছা. মাসুরা খাতুন বলেন, ‘গ্রামের মৃত মোফাজ্জেল হোসেন ভাদুর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে সামাজিক দ্বন্দ্ব চলে আসছিল। তারই জেরে গত ৫ আগস্ট সন্ধ্যার পর তার পরিবারের লোকজনসহ ২০–৩০ জন অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। সে সময় আমার স্বামী প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে হামলাকারী তাঁকে ধাওয়া করেন। এরপর থেকেই নিখোঁজ হন তিনি।’
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে স্থানীয় পাটিকাবাড়ী ক্যাম্প পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সামাজিক দ্বন্দ্বে গত ৫ আগস্ট প্রতিপক্ষের ধাওয়া করার পর থেকে সে নিখোঁজ ছিল।’
টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ সরকার নামের এক যুবক তাঁর মা-বাবা ও প্রতিবেশীসহ সাতজনকে কুপিয়ে জখম করেছেন। তাঁদের মধ্যে রাজেশ্বরী সরকার মিতু (৩৬) নামের এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক যুবক আনন্দ সরকারকে পুলিশ আটক করেছে।
৩ মিনিট আগেচট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
৭ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
১০ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
১৫ মিনিট আগে