Ajker Patrika

সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট, তালায় ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৪: ০৮
সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট, তালায় ৩ ছাত্রলীগ নেতা বহিষ্কার

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ ও আক্ষেপ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের দুজনসহ সভাপতি ও সীমান্ত আদর্শ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদককে সাময়িক বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। 

সাময়িক বহিষ্কৃতরা হলেন তালা উপজেলা শাখা ছাত্রলীগের সহসভাপতি সাইফুদ্দীন আজাদ সবুজ ও মাহিন ইসলাম মাসুম। একই সঙ্গে সাতক্ষীরার সীমান্ত আদর্শ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আশিক কবিরকে সাময়িক বহিষ্কার করা হয়। 

তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন রায় আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৬ আগস্ট) জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সম্পাদক মো. সুমন হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে তাদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করা হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান বলেন, ‘জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন আদালতের রায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তাঁর মৃত্যুর পর অভিযুক্ত নেতা-কর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে আক্ষেপ করেছেন, যা বাংলাদেশ ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থী কাজ। তাই তাঁদের ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁদের স্থায়ীভাবে সংগঠন থেকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত