Ajker Patrika

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত লাকী মারা গেছেন 

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১৪: ৫১
প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত লাকী মারা গেছেন 

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাভিদ রায়হান লাকী (৪৫) মারা গেছেন। আজ শনিবার ভোরে কারা হেফাজতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত জাভিদ রায়হান লাকি সাতক্ষীরার কলারোয়া পৌরসভার তুলসীডাঙ্গা গ্রামের ছিদ্দিক রায়হানের ছেলে। কলারোয়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক ছিলেন তিনি।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের (সামেক) আবাসিক চিকিৎসা কর্মকর্তা আল আহমেদ আল মাসুদ বলেন, জাভিদ রায়হান লাকী ডায়াবেটিস, ফুসফুসের ইনফেকশনসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল শুক্রবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হলে তাঁকে সামেক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাতক্ষীরা জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ বলেন, ‘জাভিদ রায়হান লাকী ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আসামি ছিলেন। গত বছরের ৪ ফেব্রুয়ারি সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম তাঁকে চার বছর তিন মাস সশ্রম কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে ছিলেন তিনি।’

জেলার আরও বলেন, দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন লাকী। গত ২৪ অক্টোবর বুকে ব্যথাজনিত কারণে তাঁকে সামেক হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে তাঁকে দুই দফায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত