Ajker Patrika

টাকার অভাবে দেরিতে এল অ্যাম্বুলেন্স, রক্তবমিতে দিনমজুরের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
টাকার অভাবে দেরিতে এল অ্যাম্বুলেন্স, রক্তবমিতে দিনমজুরের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে যান পিয়ারুল ইসলাম (২৩) নামের এক দিনমজুর। পরে গিয়ে গুরুতর জখম হন এবং পা ভেঙে যায় তাঁর। এ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চার দিন চিকিৎসাধীন থেকে গতকাল মঙ্গলবার রাতে মারা যান পিয়ারুল।

নিহত পিয়ারুল ইসলাম জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের হঠাৎপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে। পিয়ারুলের ৮ মাস বয়সী এক সন্তান রয়েছে।

পিয়ারুলের দুলাভাই জহুরুল ইসলাম বলেন, ‘শনিবার ভোরে পিয়ারুল পাশের গ্রামে একটি গাছে উঠে মধুর চাক ভাঙার সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর জখম হয়। তাঁর একটি পা ভেঙে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসকেরা গত শনিবার থেকে যথাসাধ্য চিকিৎসা দিলেও গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে পিয়ারুলের অবস্থার অবনতি হয়। তাঁর মুখ দিয়ে রক্ত-বমি হতে থাকে। এ অবস্থায় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন।’ 

জহুরুল ইসলাম আরও বলেন, ‘পিয়ারুল দিনমজুরের কাজ করে। তাঁর বাবা এবং আমরা সবাই গরিব। পিয়ারুলকে বাইরের হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা জোগাড় করতে অনেক দেরি হয়ে যায়। সবশেষে যখন অ্যাম্বুলেন্স ঠিক হয় তখন রাত পৌনে ১২ টা। এর মধ্যে মারা যায় পিয়ারুল।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত