চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে যান পিয়ারুল ইসলাম (২৩) নামের এক দিনমজুর। পরে গিয়ে গুরুতর জখম হন এবং পা ভেঙে যায় তাঁর। এ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চার দিন চিকিৎসাধীন থেকে গতকাল মঙ্গলবার রাতে মারা যান পিয়ারুল।
নিহত পিয়ারুল ইসলাম জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের হঠাৎপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে। পিয়ারুলের ৮ মাস বয়সী এক সন্তান রয়েছে।
পিয়ারুলের দুলাভাই জহুরুল ইসলাম বলেন, ‘শনিবার ভোরে পিয়ারুল পাশের গ্রামে একটি গাছে উঠে মধুর চাক ভাঙার সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর জখম হয়। তাঁর একটি পা ভেঙে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসকেরা গত শনিবার থেকে যথাসাধ্য চিকিৎসা দিলেও গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে পিয়ারুলের অবস্থার অবনতি হয়। তাঁর মুখ দিয়ে রক্ত-বমি হতে থাকে। এ অবস্থায় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন।’
জহুরুল ইসলাম আরও বলেন, ‘পিয়ারুল দিনমজুরের কাজ করে। তাঁর বাবা এবং আমরা সবাই গরিব। পিয়ারুলকে বাইরের হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা জোগাড় করতে অনেক দেরি হয়ে যায়। সবশেষে যখন অ্যাম্বুলেন্স ঠিক হয় তখন রাত পৌনে ১২ টা। এর মধ্যে মারা যায় পিয়ারুল।’
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গিয়ে গাছ থেকে পড়ে যান পিয়ারুল ইসলাম (২৩) নামের এক দিনমজুর। পরে গিয়ে গুরুতর জখম হন এবং পা ভেঙে যায় তাঁর। এ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চার দিন চিকিৎসাধীন থেকে গতকাল মঙ্গলবার রাতে মারা যান পিয়ারুল।
নিহত পিয়ারুল ইসলাম জীবননগর উপজেলার ধোপাখালি গ্রামের হঠাৎপাড়া এলাকার মহিউদ্দিনের ছেলে। পিয়ারুলের ৮ মাস বয়সী এক সন্তান রয়েছে।
পিয়ারুলের দুলাভাই জহুরুল ইসলাম বলেন, ‘শনিবার ভোরে পিয়ারুল পাশের গ্রামে একটি গাছে উঠে মধুর চাক ভাঙার সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর জখম হয়। তাঁর একটি পা ভেঙে যায়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসকেরা গত শনিবার থেকে যথাসাধ্য চিকিৎসা দিলেও গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে পিয়ারুলের অবস্থার অবনতি হয়। তাঁর মুখ দিয়ে রক্ত-বমি হতে থাকে। এ অবস্থায় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করেন।’
জহুরুল ইসলাম আরও বলেন, ‘পিয়ারুল দিনমজুরের কাজ করে। তাঁর বাবা এবং আমরা সবাই গরিব। পিয়ারুলকে বাইরের হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স ভাড়ার টাকা জোগাড় করতে অনেক দেরি হয়ে যায়। সবশেষে যখন অ্যাম্বুলেন্স ঠিক হয় তখন রাত পৌনে ১২ টা। এর মধ্যে মারা যায় পিয়ারুল।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।’ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভেঙে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, অতি দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৩ মিনিট আগেবঙ্গবন্ধু রেলসেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের শেষের দিকে রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
১০ মিনিট আগেকয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ করেন। তাঁরা চিৎকার শাসিয়ে শাসিয়ে বলার চেষ্টা করেন, ওই চিকিৎসকের আচরণের কারণে আজকের সংবাদ সম্মেলনের ইস্যু যেন সাংবাদিকেরা ধামাচাপা না দেন। শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যু যে চিকিৎসায় অবহেলার কারণে ঘটেনি সেটি জানাতেই আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল
২৭ মিনিট আগেসাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে নিউমার্কেট থানায় দায়ের করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
৩০ মিনিট আগে