Ajker Patrika

৫ বছর ধরে মেয়েকে ধর্ষণ, গ্রেপ্তার বাবা

চৌগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৬: ০২
৫ বছর ধরে মেয়েকে ধর্ষণ, গ্রেপ্তার বাবা

যশোরের চৌগাছায় নিজের মেয়েকে (১৮) পাঁচ বছর ধরে ধর্ষণ করায় মশিয়ার রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার ভুক্তভোগী নিজেই চৌগাছা থানায় মামলা দায়ের করেন। 

জানা যায়, পাঁচ বছর ধরে নিজের মেয়েকে ধর্ষণ করতেন তাঁর বাবা। গতকাল ওই ভুক্তভোগী নিজে বাদী হয়ে চৌগাছা থানায় বাবা মশিয়ার রহমানের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় মশিয়ার রহমানকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। 

ভুক্তভোগী বলেন, ‘মশিয়ার রহমান আমার নিজের বাবা। তাঁর স্বভাব-চরিত্র খুব খারাপ এবং তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি আমাকেসহ আমার পরিবারের লোকজনকে বিভিন্নভাবে প্রায়ই নির্যাতন করতেন। আমাকে বিভিন্ন ধরনের খারাপ কথা বলতেন। প্রতিবাদ করলে আমাকে গালিগালাজ, মারধরসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করতেন।’ 

এ বিষয়ে ভুক্তভোগীর মা বলেন, ‘আমি আগে বিষয়টি সম্পর্কে জানতে পারিনি।’

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। আসামি মশিয়ার রহমান প্রাথমিকভাবে বিষয়টি স্বীকার করেছেন। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত