নিখোঁজ দুই যমজ শিশুর মরদেহ মিলল পুকুরে

তেরখাদা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ৪২
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২০: ৫৮

খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদহ ইউনিয়নের কুশলা গ্রামে পুকুরে ভাসমান অবস্থায় যমজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহত দুই যমজ শিশু ইসরাত জাহান মনি ও নুসরাত জাহান মুক্তা (২ মাস ১২ দিন) বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনীর মাতারচর গ্রামের মাসুম বিল্লাহ্ ও কানিজ ফাতেমা কণা দম্পতির মেয়ে। 

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা গেছে, তেরখাদার কুশলা গ্রামের খায়ের শেখের মেয়ে কানিজ ফাতেমা কণার বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনীর মাতারচর গ্রামের মাসুম বিল্লাহর সঙ্গে চার বছর আগে বিয়ে হয়। প্রায় চার বছর পর তার দুই কন্যাসন্তানের জন্ম হয়। কানিজ ফাতেমা প্রায় তিন মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন এবং এখানেই শিশু দুটির জন্ম হয়। গতকাল রাত ৩টার দিকে দুই শিশুকে দুধ খাওয়ানোর পর ঘুমিয়ে পড়েন মা। ভোরে ঘুম ভাঙার পর শিশুদের আর খুঁজে পাচ্ছিলেন না তিনি। তাঁর ডাক-চিৎকারে ঘুম ভাঙে বাড়ির অন্যদের। সে সময়ে স্বামী মাসুম বিল্লাহ্ ছিলেন না শ্বশুরবাড়িতে। খবর পেয়ে মোল্লাহাট থেকে নিহত শিশুদের পিতা মাসুম বিল্লাহ্ও ঘটনাস্থলে পৌঁছান। অনেক খোঁজাখুঁজির পর শিশুদের লাশ পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। 

শিশুদ্বয়ের মা কানিজ ফাতেমা কণা বলেন, ‘রাতে ঘুমিয়ে ছিলাম, গভীর রাতে উঠে বাচ্চাদের দুধ পান করাই। ভোরে উঠে দেখি আমার বাচ্চারা নেই। কান্নাকাটি করি। পরে লোকজন পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায়। শিশু দুটির বয়স দুই মাস, তারা হেঁটে হেঁটে কীভাবে পুকুরে যাবে, এটি হত্যাকাণ্ড।’ 

খবর পেয়ে আজ সকালে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সুশান্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল (এ) এস এম রাজু আহমেদ, তেরখাদা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল আলমসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। 

ছাগলাদহ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মো. উজ্জ্বল শেখ বলেন, শিশুদ্বয়ের মা ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠে দেখে তার বাচ্চারা নেই, তখন দরজা খোলা দেখে তার বাচ্চা চুরি হয়ে গেছে ভেবে কান্নাকাটি করে। তখন স্থানীয় লোকজন তল্লাশি চালায় এবং মসজিদে বাচ্চা সন্ধানের জন্য মাইকিং করেন। পরে সকাল আনুমানিক ৬টার দিকে স্থানীয়রা বাচ্চা দুটিকে মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখে। 

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল আলম বলেন, শিশু দুটিকে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশুর পিতা মাসুম বিল্লাহ্ এবং শিশুদ্বয়ের নানা-নানিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত