Ajker Patrika

লোহাগড়ায় প্রাইভেট কারে ছাগল চুরি, পালানোর সময় গ্রেপ্তার ২

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ২২: ০৭
লোহাগড়ায় প্রাইভেট কারে ছাগল চুরি, পালানোর সময় গ্রেপ্তার ২

নড়াইলের লোহাগড়ায় প্রাইভেট কারে ছাগল চুরি করে পালানোর সময় দুজনকে আটক করেছেন স্থানীয় জনগণ। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেন তাঁরা। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

আজ বুধবার সকালে লোহাগড়া উপজেলার মাকড়াইল এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার মিজানুর ভূঁইয়ার ছেলে মেহেদী ভুইঁয়া (২৫) এবং লোহাগড়া উপজেলার পার-মল্লিকপুর গ্রামের সলেমান শেখের ছেলে হেলাল শেখ (২৭)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার মাকড়াইল মোল্লা পাড়ায় মিলন নামের এক ব্যক্তির ছাগল নিয়ে প্রাইভেট কারযোগে পালাচ্ছিলেন দু-তিনজন। এ সময় স্থানীয় জনতা দেখতে পেয়ে প্রাইভেট কার আটকাতে গেলে চালক দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে তাড়া করে লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকায় গাড়িটি আটকান স্থানীয়রা। এ সময় গাড়ি রেখে পালিয়ে যান চালক। 

এ সময় উপস্থিত জনতা ও ছাগলের মালিক মিলন দুজনকেসহ প্রাইভেট কারটি আটকিয়ে থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেহেদী ভুইঁয়া ও হেলাল শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ সময় ছাগল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত