Ajker Patrika

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জবাবদিহিতা সবচেয়ে বেশি: খুবি উপাচার্য

খুবি প্রতিনিধি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জবাবদিহিতা সবচেয়ে বেশি: খুবি উপাচার্য

উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সবচেয়ে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে বলে মন্তব্য করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেন। 

আজ সোমবার খুবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘টিচিং লার্নিং বেইজড অন ওবিই ফরম্যাট কারিকুলা’ শীর্ষক প্রশিক্ষণে এসব কথা বলেন তিনি। 

খুবি উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জবাবদিহিতা সবচেয়ে বেশি। কারণ, আমরা যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, তার পেছনে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করতে না পারলে দেশ তার স্বপ্নের পথে এগোতে পারবে না। আমাদের নিজেদেরও নিজেদের স্বপ্নের মতো হতে হবে। সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের এগিয়ে নিতে হবে।’ 

উপাচার্য আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গত ৬ মাসে অনেক পরিশ্রম করে ওবিই কারিকুলা প্রণয়ন করেছেন। যা ইতিমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুসরণ শুরু হয়েছে। এটি একটি মাইলফলক। এ জন্য আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’ 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন—আইকিউএসির পরিচালক অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হায়দার। 

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে বিষয়ভিত্তিক ৪টি টেকনিক্যাল সেশন পরিচালনা করেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের শিক্ষক অধ্যাপক মো. আহসান হাবীব। এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের ৯০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত