Ajker Patrika

খুবির ফরেস্ট্রি ক্লাবের সভাপতি সকাল, সম্পাদক একরামুল

খুবি প্রতিনিধি
খুবির ফরেস্ট্রি ক্লাবের সভাপতি সকাল, সম্পাদক একরামুল

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের (ফউটেক) নতুন কমিটি করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ফউটে ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এসএম নুহাস হোসেন সকাল এবং সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই বর্ষের শিক্ষার্থী একরামুল হক।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে নতুন কমিটির ঘোষণা দেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. রুমানা রানা।

কমিটির অন্যরা হলেন–সহসভাপতি তারেক রহমান সবুজ ও তাসনিম আজম মেবিন, যুগ্ম সাধারণ সম্পাদক রাহুল কুমার সরকার, ট্রেজারার সোহেল রানা অন্তু, সাংগঠনিক সম্পাদক ফারদিন দীপন, দপ্তর সম্পাদক মামুন হাসান প্রান্ত, ব্যবস্থাপনা সম্পাদক মো. ইনসান আলী, মহিলা বিষয়ক সম্পাদক ইশমাম আফরোজ, প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ রাজু এবং তথ্য প্রযুক্তি ও ফটোগ্রাফি সম্পাদক মোকাররম হোসেন।এ ছাড়া ক্রীড়া সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন বরুন কান্তি গাইন, সহকারী সমন্বয়ক হৃদয় দেবনাথ, সাংস্কৃতিক সমন্বয়ক নাজমুস সাকিব ও সহকারী সমন্বয়ক আসিফ মাহমুদ।

শেষে সুন্দরবন দিবস উপলক্ষে সমস্যা-সমাধান ও সচেতনতা বিষয়ক প্রতিযোগিতার প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। পরে বিদায়ী কমিটির সদস্যদের ক্রেস্ট প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. মো. গোলাম রাক্কিবু, অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, অধ্যাপক ড. মো. সাঈদুর রহমান ও সহযোগী অধ্যাপক এস. এম রুবাইয়ত আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত