মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে মাছের ঘেরের মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের বাইনতলা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান। তিনি বলেন, ‘বাইনতলা গ্রামের জালাল শেখ ও তৈয়াবুর রহমানদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা হলেন জালাল শেখের পক্ষে মো. কালাম হাওলাদার, হানিফ হাওলাদার, মো. মিরাজ মল্লিক, মো. বাবু মল্লিক, মো. খালেক হাওলাদার, মো. মুরাদ হাওলদার, মানিক হাওলাদার, কাদের হাওলাদার, শাহিনুর বেগম। তৈয়াবুর রহমানের পক্ষের চয়ন হাওলাদার, জাকির, শহিদুল, এমরান, রাজু ও রাকিব।
জালাল শেখের ছেলে মো. সাগর হাওলাদার বলেন, ‘তৈয়াবুর রহমান ও তাঁর লোকজন কয়েক বছর আগে ইজারা নিয়ে আমাদের জমিতে ঘের করেন। মাত্র এক বছর আমাদের চুক্তির টাকা দিয়েছিল, আর দেয়নি। পরে জোরপূর্বক আমাদের জমিতে ঘের করে আসছেন। আজকে আবারও আমাদের জমি দখলের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কাটছিলেন। বাধা দিলে তাঁরা আমাদের ওপর হামলা করেন। এতে আমাদের অনেকেই আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। আমরা হামলাকারীদের বিচার চাই।’
এদিকে জালালের ছেলের অভিযোগ অস্বীকার করে তৈয়াবুরের ছেলে চয়ন হাওলাদার বলেন, ‘জালাল শেখ ও আমাদের ঘের পাশাপাশি। নিজেদের জমি থেকে মাটি কাটছিলাম। তখন তাঁরা আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ ছয়জন আহত হয়েছি। খামাখাই এই হামলা করেছে জালাল শেখের লোকজন।’
বাগেরহাটের মোরেলগঞ্জে মাছের ঘেরের মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের বাইনতলা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান। তিনি বলেন, ‘বাইনতলা গ্রামের জালাল শেখ ও তৈয়াবুর রহমানদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা হলেন জালাল শেখের পক্ষে মো. কালাম হাওলাদার, হানিফ হাওলাদার, মো. মিরাজ মল্লিক, মো. বাবু মল্লিক, মো. খালেক হাওলাদার, মো. মুরাদ হাওলদার, মানিক হাওলাদার, কাদের হাওলাদার, শাহিনুর বেগম। তৈয়াবুর রহমানের পক্ষের চয়ন হাওলাদার, জাকির, শহিদুল, এমরান, রাজু ও রাকিব।
জালাল শেখের ছেলে মো. সাগর হাওলাদার বলেন, ‘তৈয়াবুর রহমান ও তাঁর লোকজন কয়েক বছর আগে ইজারা নিয়ে আমাদের জমিতে ঘের করেন। মাত্র এক বছর আমাদের চুক্তির টাকা দিয়েছিল, আর দেয়নি। পরে জোরপূর্বক আমাদের জমিতে ঘের করে আসছেন। আজকে আবারও আমাদের জমি দখলের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কাটছিলেন। বাধা দিলে তাঁরা আমাদের ওপর হামলা করেন। এতে আমাদের অনেকেই আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। আমরা হামলাকারীদের বিচার চাই।’
এদিকে জালালের ছেলের অভিযোগ অস্বীকার করে তৈয়াবুরের ছেলে চয়ন হাওলাদার বলেন, ‘জালাল শেখ ও আমাদের ঘের পাশাপাশি। নিজেদের জমি থেকে মাটি কাটছিলাম। তখন তাঁরা আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ ছয়জন আহত হয়েছি। খামাখাই এই হামলা করেছে জালাল শেখের লোকজন।’
টাঙ্গাইলের মির্জাপুরে আনন্দ সরকার নামের এক যুবক তাঁর মা-বাবা ও প্রতিবেশীসহ সাতজনকে কুপিয়ে জখম করেছেন। তাঁদের মধ্যে রাজেশ্বরী সরকার মিতু (৩৬) নামের এক প্রতিবেশীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক যুবক আনন্দ সরকারকে পুলিশ আটক করেছে।
৯ মিনিট আগেচট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ওয়াসার সরবরাহ করা পানিতে অতিরিক্ত লবণাক্ততার উপস্থিতি মিলেছে। পবিত্র রমজান মাস হওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ বুধবার সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো
১৪ মিনিট আগেসিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে নগরের বালুচর এলাকায় অবস্থিত ছাত্রাবাসের টিলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৬ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রামে গত পাঁচ মাসে পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৫ জানুয়ারি মিশ্বানী এলাকায় পুলিশ পরিচয়ে চালবোঝাই ট্রাক ছিনতাই ও একটি গাড়ি ডাকাতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
২১ মিনিট আগে