Ajker Patrika

সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনের দাবিতে কুষ্টিয়ায় হিন্দু মহাজোটের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৩, ১০: ১৯
সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনের দাবিতে কুষ্টিয়ায় হিন্দু মহাজোটের মানববন্ধন

জাতীয় সংসদে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ৬০টি সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখা। আজ শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনসহ ভয়-ভীতির কারণে দেশে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। ১৯৪৭ সালে এই ভূখণ্ডে হিন্দু সম্প্রদায়ের সংখ্যা ছিল ৩৩ শতাংশ। স্বাধীনতার প্রাক্কালে ছিল ২২ শতাংশ।

সরকারি পরিসংখ্যা মতে, ২০১৫ সালে হিন্দুর সংখ্যা ছিল ১০.৭ শতাংশ। এর মাত্র ছয় বছর পরে সরকারি পরিসংখ্যান মতে হিন্দুর সংখ্য ২.৮ শতাংশ কমে মাত্র ৭.৯ শতাংশে দাঁড়িয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে এ দেশ অচিরেই হিন্দু সম্প্রদায় শূন্য হবে।

কুষ্টিয়ায় আজ শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনের দাবিতে হিন্দু মহাজোটের মানববন্ধনঅথচ জাতীয় সংসদ নীরব ভূমিকা পালন করছে। হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠাই একমাত্র দাবি তাদের।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অঘোর কুমার সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক তরুণ কুমার ঘোষ, সংগঠনিক সম্পাদক সহাদেব অধিকারী, বিমল সেন, বিধান মাস্টার, শিক্ষিকা মিনু প্রদ্দার, সুকরা নদ্দী, প্রদীপ মন্ডল প্রমুখসহ জাতীয় হিন্দু মহাজোট কুষ্টিয়া জেলা শাখার নেতারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত