Ajker Patrika

জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের খেলোয়াড়কে মারধর

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৯: ২৯
প্রতিপক্ষের হামলায় আহত জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান মো. ইকবাল হোসেন ও তাঁর মা মোমেনা বেগম। ছবি: আজকের পত্রিকা
প্রতিপক্ষের হামলায় আহত জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান মো. ইকবাল হোসেন ও তাঁর মা মোমেনা বেগম। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটে জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান মো. ইকবাল হোসেন ও তাঁর মাকে মারধর করেছে প্রতিপক্ষ। তা ছাড়া প্রতিবন্ধী ইকবালের তৈরি পরিবেশবান্ধব ‘বোতল ঘর’ ভাঙচুর করেছে তারা। গতকাল শুক্রবার দুপুরে মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী এলাকায় প্রতিবন্ধী ইকবালের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

আহত ইকবাল ও তাঁর মা মোমেনা বেগমকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় আজ শনিবার বিকেলে আহত ইকবাল হোসেন মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য মো. ইকবাল হোসেন কালিকাবাড়ী এলাকার মৃত মো. ইলিয়াস খানের ছেলে।

আহত ইকবাল জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে তিনি বাড়ির সামনে এলে প্রতিবেশী সরোয়ার গাজী ও তার ভাই মো. কুদ্দুস গাজী পূর্বশত্রুতার জেরে তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাঁর মা মোমেনা বেগম এগিয়ে আসলে, কুদ্দুস ও সরোয়ার গাজী মা-ছেলেকে বেধড়ক মারধর করেন। মারধরে তাঁর হাত ও মাথা কেটে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাঁদের হাসপাতালে ভর্তি করেন। মারধরকারীরা পরিবেশবান্ধব ঘরেও হামলা করেছে বলে দাবি ইকবালের।

ইকবাল বলেন, তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি পরিবেশবান্ধব ঘর নির্মাণ করা। ২০২২ সালে তিনি প্লাস্টিকের বোতল দিয়ে অভিনব বাড়ি তৈরি শুরু করেন। তাঁর এই উদ্যোগ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা ভিড় জমায়, যা স্থানীয় কিছু মানুষের ঈর্ষার কারণ হয়ে ওঠে। এর জেরে গেল বছরের ৪ ডিসেম্বর সরোয়ার গাজী ও কুদ্দুস গাজীসহ ২-৩ জন তাঁর (ইকবাল) বোতল ঘরের পাশে থাকা গাছ কেটে দেয়। পরিকল্পিতভাবে গাছের ডাল ঘরের ওপর ফেলে দেয়, এতে দক্ষিণ পাশের দেয়াল ভেঙে যায়। প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়। তখন বিষয়টি নিয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন ইকবাল। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ তাঁকে ও তাঁর মাকে হত্যার হুমকি দিতে থাকে।

হাসপাতালে ভর্তি আহত ক্রিকেটার মো. ইকবাল হোসেন। ছবি: আজকের পত্রিকা
হাসপাতালে ভর্তি আহত ক্রিকেটার মো. ইকবাল হোসেন। ছবি: আজকের পত্রিকা

স্থানীয়রা বলছেন, ইকবাল হোসেন প্রতিবন্ধী হলেও, একজন উদ্যমী মানুষ। তিনি প্রতিবন্ধী ক্রিকেট টিমের সদস্য। তাঁকে মারধর করা দুঃখজনক। এ ঘটনার সুষ্ঠু বিচার ও ইকবালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, ‘আহত ইকবাল থানায় এসেছিলেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁরাও আহত হয়েছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত