Ajker Patrika

খুলনায় যুবলীগ নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ 

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৮: ৩৪
খুলনায় যুবলীগ নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ 

খুলনায় যুবলীগ নেতা আলামিন (৪৫) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাতে নিহত আলামিনের বাবা মো. জাহাঙ্গীর শেখ বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।

একই রাতে নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকায় তাঁকে হত্যা করা হয়। তিনি ২৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় ১০টি মামলা রয়েছে।

জানতে চাইলে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান বলেন, হত্যা মামলায় লোহারগেট গ্যারেজ মালিক তৈয়েবুর রহমান মামুন এবং দুই সহোদর ইব্রাহীম ও ইসমাঈলকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি জানান, রাত ৯টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আলামিনকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যায়। তাঁর দুই পায়ের হাঁটু ও বাম হাতের আঙুল কুপিয়ে বিচ্ছিন্ন করা হয়েছে।

আলামিনের বিরুদ্ধে অস্ত্র ও হত্যাসহ ১০টি মামলা রয়েছে। কিছুদিন আগে তিনি মাদক ও অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জানান।

উল্লেখ্য, গত শনিবার রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত