Ajker Patrika

মেয়েকে প্রাইভেট পড়াতে রেখে বাড়ি ফেরা হলো না বাবার

চৌগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ১৩ মে ২০২৩, ১৪: ০৯
মেয়েকে প্রাইভেট পড়াতে রেখে বাড়ি ফেরা হলো না বাবার

যশোরের চৌগাছায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বাবলাগাছে ধাক্কা দিলে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। শহিদুল উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের জলকর মাধবপুর গ্রামের নবাব হোসেনের ছেলে। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মাশিলা বাজার সড়কের ধুনারখাল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। চৌগাছা থানার উপপরিদর্শক জয়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

শহিদুলের চাচা মিঠু হোসেন বলেন, ‘ওই সড়ক দিয়ে মাশিলার দিকে যাওয়ার পথে ধুনারখাল নামক স্থানে এসে দেখি দুজন লোক রক্তাক্ত অবস্থায় তাঁকে ধরে রেখেছেন। তাঁরা আমাকে বলেন, ‘ভাই, ছবি তুলে একটু ফেসবুকে দিয়ে দেন (আত্মীয়স্বজন যেন জানতে পারে সে জন্য)। বাবলাগাছে ধাক্কা লেগে ছেলেটির এই অবস্থা হয়েছে। তখন তাঁকে হাসপাতালে নেওয়ার মতো কোনো যানবাহন সড়কে ছিল না। ছবি তুলতে গিয়ে দেখি আমারই আপন ভাইপো শহিদুল।’ 

মিঠু হোসেন আরও বলেন, মোটরসাইকেলটি রাস্তার পাশে ভাঙাচোরা অবস্থায় পড়ে ছিল। এরপর কোনোভাবে একটি গাড়ি ম্যানেজ করে হাসপাতালে নিয়ে আসি। এখানে আসার পরও কিছুটা নড়াচড়া করছিল। এর পরই সে মারা যায়। 

শহিদুলের স্ত্রী জানান, ‘সকাল ৬টায় চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়া মেয়েকে শহরের এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে দিতে ছোট ভাইয়ের নতুন কেনা একটি মোটরসাইকেলে করে চৌগাছায় যান শহিদুল। এরপর মোবাইল ফোনে সংবাদ পেয়ে হাসপাতালে এসে দেখি তাঁর লাশ।’ 

তিনি আরও জানান, তাঁর স্বামী সিঙ্গাপুরে যাওয়ার জন্য ৯ লাখ টাকা জমা দিয়েছেন। ভিসাও হয়ে গেছে। আরও ৩ লাখ টাকা দিয়ে এক মাসের মধ্যেই সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল।

চৌগাছা থানার উপপরিদর্শক জয়নুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। 

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত