Ajker Patrika

ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের, আহত ২

চৌগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ১২ জুলাই ২০২২, ১৬: ৫০
ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের, আহত ২

যশোরের কাঁঠালতলা থেকে মোটরসাইকেলযোগে চৌগাছায় ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে স্বাধীন (১৭) নামে এক কিশোর। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মো. হাসান (১৬) ও ইমন (১৭) নামে স্বাধীনের দুই বন্ধু আহত হয়েছে। আহতরা যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। 

জানা যায়, নিহত স্বাধীন যশোরের কাঁঠালতলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে যশোর থেকে চৌগাছার দিকে যাচ্ছিল তারা। চৌগাছার কয়ারপাড়া মোড়ে পৌঁছালে চৌগাছা থেকে যশোরের দিকে যেতে থাকা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় স্বাধীনদের মোটরসাইকেলটির। এতে ঘটনাস্থলেই স্বাধীনের মৃত্যু হয়। মারাত্মক আহত হয় ইমন ও হাসান। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস চৌগাছা স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বাধীনকে মৃত ঘোষণা করেন। ইমন ও হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. সুরাইয়া পারভীন জানান, হাসপাতালে আনার আগেই স্বাধীনের মৃত্যু হয়েছে। অন্য দুই কিশোরকে যশোরে স্থানান্তর করা হয়েছে। তাদের একজনের একটি পা ভেঙে গেছে। আর অন্যজনের মাথায় আঘাত লেগেছে। 

এ বিষয়ে চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত