খুলনা প্রতিনিধি
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমাদানকারী বিএনপি নেতাদের বহিষ্কার করা হচ্ছে। তাঁদের আজীবন বহিষ্কারের জন্য আজ বুধবার কেন্দ্রে সুপারিশ পাঠাচ্ছে খুলনা মহানগর বিএনপি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, বিএনপির সাবেক ও বর্তমান কাউন্সিলরদের মধ্যে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন ১৯ নম্বর ওয়ার্ডে আশফাকুর রহমান কাঁকন, ২২ নম্বর ওয়ার্ডে মাহাবুব কায়সার, ২৪ নম্বর ওয়ার্ডে শমসের আলী মিন্টু ও সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে মাজেদা বেগম।
এর মধ্যে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান কাঁকন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক। ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব কায়সার আগেই দল থেকে পদত্যাগ করেছেন। ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শমসের আলী মিন্টু ও সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাজেদা বেগম দলের কোনো কমিটিতে নেই।
প্রার্থী হওয়ার বিষয়ে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান কাঁকন বলেন, ভোটারদের প্রতি সম্মান দেখাতে গিয়ে তিনি প্রার্থী হয়েছেন। তবে দলীয় সিদ্ধান্তের প্রতি তিনি অনুগত।
মাজেদা বেগম বলেন, ‘আমি বিএনপির কোনো কমিটিতে নেই। আমাকে বহিষ্কার করলেই কী, না করলেই কী? ভোটারদের অধিকার আদায় করতে আমি ভোটে দাঁড়িয়েছি।’
এ বিষয়ে শমসের আলী মিন্টু বলেন, ভোটারদের চাপের মুখে তিনি নির্বাচন করছেন। গত পাঁচ বছর তিনি কাউন্সিলর থাকাকালীন কাজ করেছেন। ভোটাররা তাঁকে নির্বাচন করতে চাপ দিচ্ছে। বিষয়টি নিয়ে দলের সঙ্গে আলোচনা হচ্ছে।
এদিকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও বর্তমান ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান মনি। বিগত দুই নির্বাচনে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। কিন্তু দলের সিদ্ধান্ত মেনে এবার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এ ব্যাপারে হাফিজুর রহমান মনি বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়। দলের বৃহত্তর স্বার্থে নিজেকে কোরবানি দিলাম। এলাকাবাসী আমার সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন। তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’
এ বিষয়ে জানতে চাইলে খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন আজকের পত্রিকাকে বলেন, দলের প্রতিটি সভায় নেতাদের বারবার নির্বাচনের বিষয়ে সতর্ক করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করা কাউন্সিলরদের বোঝানো হয়েছে। যাঁরা কথা শোনেননি, তাঁদের বহিষ্কার করা ছাড়া উপায় নেই। যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের আজীবন বহিষ্কারের বিষয়ে কেন্দ্রে সুপারিশ করা হবে। আজই (বুধবার) এই সুপারিশ পাঠানো হবে।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমাদানকারী বিএনপি নেতাদের বহিষ্কার করা হচ্ছে। তাঁদের আজীবন বহিষ্কারের জন্য আজ বুধবার কেন্দ্রে সুপারিশ পাঠাচ্ছে খুলনা মহানগর বিএনপি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, বিএনপির সাবেক ও বর্তমান কাউন্সিলরদের মধ্যে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন ১৯ নম্বর ওয়ার্ডে আশফাকুর রহমান কাঁকন, ২২ নম্বর ওয়ার্ডে মাহাবুব কায়সার, ২৪ নম্বর ওয়ার্ডে শমসের আলী মিন্টু ও সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে মাজেদা বেগম।
এর মধ্যে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান কাঁকন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক। ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব কায়সার আগেই দল থেকে পদত্যাগ করেছেন। ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শমসের আলী মিন্টু ও সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাজেদা বেগম দলের কোনো কমিটিতে নেই।
প্রার্থী হওয়ার বিষয়ে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান কাঁকন বলেন, ভোটারদের প্রতি সম্মান দেখাতে গিয়ে তিনি প্রার্থী হয়েছেন। তবে দলীয় সিদ্ধান্তের প্রতি তিনি অনুগত।
মাজেদা বেগম বলেন, ‘আমি বিএনপির কোনো কমিটিতে নেই। আমাকে বহিষ্কার করলেই কী, না করলেই কী? ভোটারদের অধিকার আদায় করতে আমি ভোটে দাঁড়িয়েছি।’
এ বিষয়ে শমসের আলী মিন্টু বলেন, ভোটারদের চাপের মুখে তিনি নির্বাচন করছেন। গত পাঁচ বছর তিনি কাউন্সিলর থাকাকালীন কাজ করেছেন। ভোটাররা তাঁকে নির্বাচন করতে চাপ দিচ্ছে। বিষয়টি নিয়ে দলের সঙ্গে আলোচনা হচ্ছে।
এদিকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও বর্তমান ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান মনি। বিগত দুই নির্বাচনে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। কিন্তু দলের সিদ্ধান্ত মেনে এবার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এ ব্যাপারে হাফিজুর রহমান মনি বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়। দলের বৃহত্তর স্বার্থে নিজেকে কোরবানি দিলাম। এলাকাবাসী আমার সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন। তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’
এ বিষয়ে জানতে চাইলে খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন আজকের পত্রিকাকে বলেন, দলের প্রতিটি সভায় নেতাদের বারবার নির্বাচনের বিষয়ে সতর্ক করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করা কাউন্সিলরদের বোঝানো হয়েছে। যাঁরা কথা শোনেননি, তাঁদের বহিষ্কার করা ছাড়া উপায় নেই। যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের আজীবন বহিষ্কারের বিষয়ে কেন্দ্রে সুপারিশ করা হবে। আজই (বুধবার) এই সুপারিশ পাঠানো হবে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৫ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৬ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে