খুলনা প্রতিনিধি
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমাদানকারী বিএনপি নেতাদের বহিষ্কার করা হচ্ছে। তাঁদের আজীবন বহিষ্কারের জন্য আজ বুধবার কেন্দ্রে সুপারিশ পাঠাচ্ছে খুলনা মহানগর বিএনপি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, বিএনপির সাবেক ও বর্তমান কাউন্সিলরদের মধ্যে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন ১৯ নম্বর ওয়ার্ডে আশফাকুর রহমান কাঁকন, ২২ নম্বর ওয়ার্ডে মাহাবুব কায়সার, ২৪ নম্বর ওয়ার্ডে শমসের আলী মিন্টু ও সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে মাজেদা বেগম।
এর মধ্যে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান কাঁকন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক। ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব কায়সার আগেই দল থেকে পদত্যাগ করেছেন। ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শমসের আলী মিন্টু ও সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাজেদা বেগম দলের কোনো কমিটিতে নেই।
প্রার্থী হওয়ার বিষয়ে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান কাঁকন বলেন, ভোটারদের প্রতি সম্মান দেখাতে গিয়ে তিনি প্রার্থী হয়েছেন। তবে দলীয় সিদ্ধান্তের প্রতি তিনি অনুগত।
মাজেদা বেগম বলেন, ‘আমি বিএনপির কোনো কমিটিতে নেই। আমাকে বহিষ্কার করলেই কী, না করলেই কী? ভোটারদের অধিকার আদায় করতে আমি ভোটে দাঁড়িয়েছি।’
এ বিষয়ে শমসের আলী মিন্টু বলেন, ভোটারদের চাপের মুখে তিনি নির্বাচন করছেন। গত পাঁচ বছর তিনি কাউন্সিলর থাকাকালীন কাজ করেছেন। ভোটাররা তাঁকে নির্বাচন করতে চাপ দিচ্ছে। বিষয়টি নিয়ে দলের সঙ্গে আলোচনা হচ্ছে।
এদিকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও বর্তমান ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান মনি। বিগত দুই নির্বাচনে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। কিন্তু দলের সিদ্ধান্ত মেনে এবার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এ ব্যাপারে হাফিজুর রহমান মনি বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়। দলের বৃহত্তর স্বার্থে নিজেকে কোরবানি দিলাম। এলাকাবাসী আমার সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন। তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’
এ বিষয়ে জানতে চাইলে খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন আজকের পত্রিকাকে বলেন, দলের প্রতিটি সভায় নেতাদের বারবার নির্বাচনের বিষয়ে সতর্ক করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করা কাউন্সিলরদের বোঝানো হয়েছে। যাঁরা কথা শোনেননি, তাঁদের বহিষ্কার করা ছাড়া উপায় নেই। যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের আজীবন বহিষ্কারের বিষয়ে কেন্দ্রে সুপারিশ করা হবে। আজই (বুধবার) এই সুপারিশ পাঠানো হবে।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমাদানকারী বিএনপি নেতাদের বহিষ্কার করা হচ্ছে। তাঁদের আজীবন বহিষ্কারের জন্য আজ বুধবার কেন্দ্রে সুপারিশ পাঠাচ্ছে খুলনা মহানগর বিএনপি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, বিএনপির সাবেক ও বর্তমান কাউন্সিলরদের মধ্যে চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা হলেন ১৯ নম্বর ওয়ার্ডে আশফাকুর রহমান কাঁকন, ২২ নম্বর ওয়ার্ডে মাহাবুব কায়সার, ২৪ নম্বর ওয়ার্ডে শমসের আলী মিন্টু ও সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে মাজেদা বেগম।
এর মধ্যে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান কাঁকন ওয়ার্ড বিএনপির আহ্বায়ক। ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাবুব কায়সার আগেই দল থেকে পদত্যাগ করেছেন। ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শমসের আলী মিন্টু ও সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাজেদা বেগম দলের কোনো কমিটিতে নেই।
প্রার্থী হওয়ার বিষয়ে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশফাকুর রহমান কাঁকন বলেন, ভোটারদের প্রতি সম্মান দেখাতে গিয়ে তিনি প্রার্থী হয়েছেন। তবে দলীয় সিদ্ধান্তের প্রতি তিনি অনুগত।
মাজেদা বেগম বলেন, ‘আমি বিএনপির কোনো কমিটিতে নেই। আমাকে বহিষ্কার করলেই কী, না করলেই কী? ভোটারদের অধিকার আদায় করতে আমি ভোটে দাঁড়িয়েছি।’
এ বিষয়ে শমসের আলী মিন্টু বলেন, ভোটারদের চাপের মুখে তিনি নির্বাচন করছেন। গত পাঁচ বছর তিনি কাউন্সিলর থাকাকালীন কাজ করেছেন। ভোটাররা তাঁকে নির্বাচন করতে চাপ দিচ্ছে। বিষয়টি নিয়ে দলের সঙ্গে আলোচনা হচ্ছে।
এদিকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেননি ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ও বর্তমান ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান মনি। বিগত দুই নির্বাচনে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হন তিনি। কিন্তু দলের সিদ্ধান্ত মেনে এবার তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এ ব্যাপারে হাফিজুর রহমান মনি বলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়। দলের বৃহত্তর স্বার্থে নিজেকে কোরবানি দিলাম। এলাকাবাসী আমার সিদ্ধান্তে কষ্ট পেয়েছেন। তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’
এ বিষয়ে জানতে চাইলে খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন আজকের পত্রিকাকে বলেন, দলের প্রতিটি সভায় নেতাদের বারবার নির্বাচনের বিষয়ে সতর্ক করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করা কাউন্সিলরদের বোঝানো হয়েছে। যাঁরা কথা শোনেননি, তাঁদের বহিষ্কার করা ছাড়া উপায় নেই। যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের আজীবন বহিষ্কারের বিষয়ে কেন্দ্রে সুপারিশ করা হবে। আজই (বুধবার) এই সুপারিশ পাঠানো হবে।
রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের মারধরকারী মো. রাসেল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে ডিএমপি ডিবির সাইবার ক্রাইম ইউনিট। আজ সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টায় মতিঝিল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেআওয়ামী লীগের নির্যাতনে ও ভয়ে দেড় যুগ আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিএনপির নেতা হাসিবুল হাসান হাবিব। এর মধ্যে ১০ বছর আগে এলাকায় এলেও কিছুদিনের মধ্যেই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। এরপর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ায়...
২৮ মিনিট আগেমৌলভীবাজারে আটক করার সময় পুলিশের হাত থেকে খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ উদ্দিনকে ছিনিয়ে নিয়েছেন দলের নেতা-কর্মীরা। এ ঘটনায় আজ সোমবার সকালে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা-পুলিশ।
৩৬ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে দিনভর নানা নাটকীয়তার পর উপজেলা পরিষদ চত্বর থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান আটক হয়েছেন। তাঁর নাম রফিকুল ইসলাম। আজ সোমবার উপজেলার ১৩টি ইউপির চেয়ারম্যানদের নিয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে...
৪২ মিনিট আগে