Ajker Patrika

শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর গলায় দড়ি দিলেন যুবক

চৌগাছা (যশোর) প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৮: ২৪
শ্বশুরবাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর গলায় দড়ি দিলেন যুবক

যশোরের চৌগাছায় রায়হান হোসেন (২৮) নামের এক যুবক শ্বশুরবাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সীমান্ত লাগোয়া মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় রায়হান শ্বশুরবাড়ি যান। সেখানে একপর্যায়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে রাত সাড়ে ১০টার দিকে শয়নকক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। টের পেয়ে স্ত্রী চিৎকার দিলে বাড়ির লোকজন এসে তাঁকে উদ্ধার করে হাঁটানোর চেষ্টা করেন। এরপর চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাত ১১টা ২০ মিনিটে রায়হানকে মৃত ঘোষণা করেন। পরে চৌগাছা থানা-পুলিশ লাশ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মৃত রায়হানের বোন আমেনা খাতুন বলেন, ‘কয়েক দিন আগে ভাবি বাবার বাড়ি বেড়াতে যান। ভাই আজ (রোববার) সন্ধ্যায় শ্বশুরবাড়ি যান। পরে ভাবি আমাদের ফোন দিয়ে বলেন, ভাই গলায় দড়ি দিয়েছে। এরপর আমরা এসে তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ আজ সোমবার যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত