আনোয়ার হোসেন, মনিরামপুর
যশোরের মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামে ভাইদের আশ্রয়ে থাকতেন সম্বলহীন বিধবা প্রতিবন্ধী সালেহা বেগম (৫০)। দুই ছেলে বিয়ে করে থাকেন শ্বশুরবাড়ি। তাঁরা মায়ের কোনো খোঁজ নেন না।
ভিক্ষা করে পেট চলে এই নারীর। স্বামী বেঁচে থাকতেও একই কাজ করতে হতো তাঁকে। উপজেলার মাচনা ভূমিহীন পল্লিতে নিজ নামে বরাদ্দ সরকারি জমিতে মুজিববর্ষের উপহার পাকা ঘর পেয়েছেন তিনি। মাথা গোঁজার স্থায়ী ঠিকানা পেয়ে যারপরনাই খুশি সালেহা।
একই পল্লিতে ঘর পেয়েছেন ভিক্ষুক গোলাম মোস্তফা। স্ত্রী শাহিদা বেগম ও মেয়ে বিউটি খাতুনও ভিক্ষা করেন। এই ভিক্ষুক পরিবার সিলেমপুর বাজারে সরকারি জমিতে খুপরিতে থাকত বহু বছর। সরকারি ঘর পেয়ে এই ভিক্ষুক পরিবার এখন লাখপতি।
স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় উপজেলার ভরতপুর গ্রামে অন্যের আশ্রয়ে থেকে মেয়ে ফাতেমাকে নিয়ে ভিক্ষা করতেন আকলিমা বেগম। এখনো ভিক্ষা করেন মা-মেয়ে। মাচনা মৌজায় তাঁরাও পেয়েছেন পাকা বাড়ি।
একই পল্লিতে চার সন্তান ও স্ত্রীকে নিয়ে নতুন ঘরে উঠেছেন নানা রোগে আক্রান্ত আবু বক্কর ছিদ্দিক। বাবা ইসমাইল হোসেনের কিছু না থাকায় বেগমপুর গ্রামে মামাদের আশ্রয়ে থাকতেন তিনি।
ঘর পাওয়া সালেহা বলেন, ‘অন্যের দুয়ারে চেয়েচিন্তে পেট চলে। জীবনে অনেক কষ্ট করেছি। কোনো দিন ভাবিনি পাকা ঘর হবে। সেই ঘরে ঘুমাতে পারব। প্রধানমন্ত্রীর দয়ায় আমি পাকা ঘরে থাকছি। এখন আমার জমি হয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মনিরামপুরের ২৯২টি ভূমিহীন পরিবার পেয়েছে নিজের নামে দুই শতক জমি। সেখানে ১ লাখ ৭১ হাজার টাকায় একটি বারান্দা, টয়লেট ও রান্নাঘরসহ রঙিন টিনের দুই কক্ষবিশিষ্ট পাকা বাড়ি নির্মিত হয়েছে।
গত শুক্রবার বিকেলে সরেজমিন মাচনা গুচ্ছগ্রামে গেলে এমনটি জানান ওই পল্লির বাসিন্দারা। ওই পল্লিতে ৬৪টি পরিবার ঘর পেয়েছে। মনিরামপুরে সরকারি জমিতে দুই ধাপে ২৯২টি পাকা ঘর নির্মিত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু আব্দুল্লাহ বায়েজিদ বলেন, মনিরামপুরে ভূমিহীনদের জন্য ২৯২টি ঘর নির্মাণ করা হয়েছে।
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসান বলেন, ‘এখনো অনেকে ঘরের জন্য আবেদন করছেন। সেগুলো যাচাইবাছাই করা হচ্ছে। সামনে ঘর বরাদ্দ এলে প্রকৃত দুস্থদের মধ্যে বিতরণ করা হবে।’
যশোরের মনিরামপুর উপজেলার ভরতপুর গ্রামে ভাইদের আশ্রয়ে থাকতেন সম্বলহীন বিধবা প্রতিবন্ধী সালেহা বেগম (৫০)। দুই ছেলে বিয়ে করে থাকেন শ্বশুরবাড়ি। তাঁরা মায়ের কোনো খোঁজ নেন না।
ভিক্ষা করে পেট চলে এই নারীর। স্বামী বেঁচে থাকতেও একই কাজ করতে হতো তাঁকে। উপজেলার মাচনা ভূমিহীন পল্লিতে নিজ নামে বরাদ্দ সরকারি জমিতে মুজিববর্ষের উপহার পাকা ঘর পেয়েছেন তিনি। মাথা গোঁজার স্থায়ী ঠিকানা পেয়ে যারপরনাই খুশি সালেহা।
একই পল্লিতে ঘর পেয়েছেন ভিক্ষুক গোলাম মোস্তফা। স্ত্রী শাহিদা বেগম ও মেয়ে বিউটি খাতুনও ভিক্ষা করেন। এই ভিক্ষুক পরিবার সিলেমপুর বাজারে সরকারি জমিতে খুপরিতে থাকত বহু বছর। সরকারি ঘর পেয়ে এই ভিক্ষুক পরিবার এখন লাখপতি।
স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় উপজেলার ভরতপুর গ্রামে অন্যের আশ্রয়ে থেকে মেয়ে ফাতেমাকে নিয়ে ভিক্ষা করতেন আকলিমা বেগম। এখনো ভিক্ষা করেন মা-মেয়ে। মাচনা মৌজায় তাঁরাও পেয়েছেন পাকা বাড়ি।
একই পল্লিতে চার সন্তান ও স্ত্রীকে নিয়ে নতুন ঘরে উঠেছেন নানা রোগে আক্রান্ত আবু বক্কর ছিদ্দিক। বাবা ইসমাইল হোসেনের কিছু না থাকায় বেগমপুর গ্রামে মামাদের আশ্রয়ে থাকতেন তিনি।
ঘর পাওয়া সালেহা বলেন, ‘অন্যের দুয়ারে চেয়েচিন্তে পেট চলে। জীবনে অনেক কষ্ট করেছি। কোনো দিন ভাবিনি পাকা ঘর হবে। সেই ঘরে ঘুমাতে পারব। প্রধানমন্ত্রীর দয়ায় আমি পাকা ঘরে থাকছি। এখন আমার জমি হয়েছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মনিরামপুরের ২৯২টি ভূমিহীন পরিবার পেয়েছে নিজের নামে দুই শতক জমি। সেখানে ১ লাখ ৭১ হাজার টাকায় একটি বারান্দা, টয়লেট ও রান্নাঘরসহ রঙিন টিনের দুই কক্ষবিশিষ্ট পাকা বাড়ি নির্মিত হয়েছে।
গত শুক্রবার বিকেলে সরেজমিন মাচনা গুচ্ছগ্রামে গেলে এমনটি জানান ওই পল্লির বাসিন্দারা। ওই পল্লিতে ৬৪টি পরিবার ঘর পেয়েছে। মনিরামপুরে সরকারি জমিতে দুই ধাপে ২৯২টি পাকা ঘর নির্মিত হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু আব্দুল্লাহ বায়েজিদ বলেন, মনিরামপুরে ভূমিহীনদের জন্য ২৯২টি ঘর নির্মাণ করা হয়েছে।
মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ জাকির হাসান বলেন, ‘এখনো অনেকে ঘরের জন্য আবেদন করছেন। সেগুলো যাচাইবাছাই করা হচ্ছে। সামনে ঘর বরাদ্দ এলে প্রকৃত দুস্থদের মধ্যে বিতরণ করা হবে।’
দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলায় ৭০টি দামি ব্র্যান্ডের গাড়ি নিলামে তুলেছে মোংলা কাস্টম হাউস। মোংলা বন্দরের শেডে থাকা এসব গাড়ি আমদানিকারকেরা ছাড় না করায় গতকাল সোমবার (২০ জানুয়ারি) মোংলা কাস্টম হাউস এই গাড়ি নিলামে ওঠায়। ডিসেম্বর মাসে গাড়িগুলো বিক্রির জন্য মোংলা কাস্টম হাউসে হস্তান্তর করে মোংলা বন্
১৫ মিনিট আগেবগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে প্রাইভেট কারের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে বগুড়া-রংপুর মহাসড়কে গোকুল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেঢাকা মহানগরের নগর প্রতিরক্ষা দলের (টিডিপি) মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি গত রোববার বাংলাদেশ আনসার...
১ ঘণ্টা আগেটিসিবির পণ্য ক্রয়ের সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে খুলনায় যুবদল নেতা মানিক খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। এদিকে গত সাড়ে তিন মাসে নগরীতে ৯টি হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধপ্রবণতা বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মহানগর বিএনপি। প্রতিবাদে আগামীকাল বুধবার বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দলটি
১ ঘণ্টা আগে