মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
ই-কমার্স সাইটের অ্যাপ থেকে জন্মদিনের কার্ড অর্ডার করেন একজন গ্রাহক। সাত দিন পর পণ্যটি ডেলিভারি পেয়ে গ্রাহক দেখেন ভেতরে তিন টুকরা সিমেন্টের বস্তা। তাৎক্ষণিক ডেলিভারিম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে পরিবর্তনের সুযোগ রয়েছে বলে আশ্বাস দেন।
আজ রোববার বেলা তিনটার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার মির্জা আজম অডিটরিয়াম সামনে থেকে ডেলিভারিম্যানের কাছে থেকে পণ্যটি গ্রহণ করার পর প্যাকেটটি খুলে দেখতে পান ভুক্তভোগী গ্রাহক।
ভুক্তভোগী জানান, গত ২৫ ডিসেম্বর দারাজ অ্যাপসের মাধ্যমে ‘বগুড়া গিফট শপ’ নামের দোকান থেকে একটি জন্মদিনের কার্ড অর্ডার করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় মেসেজের মাধ্যমে তাঁকে জানানো হয়, পণ্যটি এসেছে। আজ রোববার দুপুরে ডেলিভারিম্যান মোবাইল নম্বরে কল দিয়ে পণ্যটি গ্রহণ করার কথা জানান। পরে প্যাকেট খুলে পাওয়া যায় প্লাস্টিকের বস্তার তিনটি টুকরা।
ভুক্তভোগী রকিব হাসান নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘২৫ তারিখের দারাজের অনলাইন অ্যাপ থেকে একটি জন্মদিনের কার্ড অর্ডার করি। আজ দুপুরে ফোন দিয়ে জানান, পার্সেলটা এসেছে। পরে টাকা পেমেন্ট করে পার্সেলটি খুলে দেখি, জন্মদিনের কোনো কার্ড নেই ভেতরে। প্যাকেটটি খুলে দেখি প্লাস্টিকের সিমেন্টের বস্তার তিন টুকরা। ডেলিভারিম্যানের সঙ্গে কথা বললে তিনি জানান, পার্সেলটি ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে।’
ভুক্তভোগী রকিব আরও বলেন, ‘এ বিষয়ে দারাজে আমি একটা মেসেজ পাঠিয়েছি। তারা কোনো রিপ্লাই দেয়নি।’
এ বিষয়ে জামালপুরে দারাজের অফিসের কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘দারাজ অনলাইন থেকে বার্থডে কার্ডের পরিবর্তে প্লাস্টিকের বস্তার তিন টুকরো এসেছে, এটা আমি জেনেছি। ভুক্তভোগীকে এ বিষয়ে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছি।’
ই-কমার্স সাইটের অ্যাপ থেকে জন্মদিনের কার্ড অর্ডার করেন একজন গ্রাহক। সাত দিন পর পণ্যটি ডেলিভারি পেয়ে গ্রাহক দেখেন ভেতরে তিন টুকরা সিমেন্টের বস্তা। তাৎক্ষণিক ডেলিভারিম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে পরিবর্তনের সুযোগ রয়েছে বলে আশ্বাস দেন।
আজ রোববার বেলা তিনটার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার মির্জা আজম অডিটরিয়াম সামনে থেকে ডেলিভারিম্যানের কাছে থেকে পণ্যটি গ্রহণ করার পর প্যাকেটটি খুলে দেখতে পান ভুক্তভোগী গ্রাহক।
ভুক্তভোগী জানান, গত ২৫ ডিসেম্বর দারাজ অ্যাপসের মাধ্যমে ‘বগুড়া গিফট শপ’ নামের দোকান থেকে একটি জন্মদিনের কার্ড অর্ডার করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় মেসেজের মাধ্যমে তাঁকে জানানো হয়, পণ্যটি এসেছে। আজ রোববার দুপুরে ডেলিভারিম্যান মোবাইল নম্বরে কল দিয়ে পণ্যটি গ্রহণ করার কথা জানান। পরে প্যাকেট খুলে পাওয়া যায় প্লাস্টিকের বস্তার তিনটি টুকরা।
ভুক্তভোগী রকিব হাসান নয়ন আজকের পত্রিকাকে বলেন, ‘২৫ তারিখের দারাজের অনলাইন অ্যাপ থেকে একটি জন্মদিনের কার্ড অর্ডার করি। আজ দুপুরে ফোন দিয়ে জানান, পার্সেলটা এসেছে। পরে টাকা পেমেন্ট করে পার্সেলটি খুলে দেখি, জন্মদিনের কোনো কার্ড নেই ভেতরে। প্যাকেটটি খুলে দেখি প্লাস্টিকের সিমেন্টের বস্তার তিন টুকরা। ডেলিভারিম্যানের সঙ্গে কথা বললে তিনি জানান, পার্সেলটি ফেরত দেওয়ার ব্যবস্থা রয়েছে।’
ভুক্তভোগী রকিব আরও বলেন, ‘এ বিষয়ে দারাজে আমি একটা মেসেজ পাঠিয়েছি। তারা কোনো রিপ্লাই দেয়নি।’
এ বিষয়ে জামালপুরে দারাজের অফিসের কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘দারাজ অনলাইন থেকে বার্থডে কার্ডের পরিবর্তে প্লাস্টিকের বস্তার তিন টুকরো এসেছে, এটা আমি জেনেছি। ভুক্তভোগীকে এ বিষয়ে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছি।’
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর কাছে কোমরতাঁতে বোনা কাপড় খুবই জনপ্রিয়। আর এ কাপড় বোনেন পাহাড়ি নারীরা। তবে আধুনিক বয়নশিল্পের প্রভাব এবং সুতাসহ কাঁচামালের দাম বাড়ায় এখন আর পোষাতে পারছেন না তাঁরা। সরকারের পক্ষ থেকেও নেই এ শিল্পকে টিকিয়ে রাখার কোনো উদ্যোগ। তাই হারাতে বসেছে পাহাড়ের ঐতিহ্যবাহী এ শিল
১ ঘণ্টা আগেহবিগঞ্জের বানিয়াচংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আঘাত পেয়ে সাদিকুর রহমান সাদিক (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সন্দলপুরে নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেডিসেম্বরের ২০ তারিখ বিয়ে। অনুষ্ঠানের জন্য ঠিক করা হয়েছে ক্লাবও। পরিবারের পক্ষ থেকে চলছিল কেনাকাটাসহ বিয়ের নানা আয়োজন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ইশরাত জাহান তামান্না (২০)। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগেরাজশাহীতে দুই পক্ষের মীমাংসার সময় বিএনপির এক নেতাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের ভদ্রা এলাকায় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান মন্টুর ওপর এ হামলা হয়। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে