Ajker Patrika

পর্যটকদের আকৃষ্ট করছে চীনামাটির পাহাড়

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
পর্যটকদের আকৃষ্ট করছে চীনামাটির পাহাড়

পর্যটকদের আকৃষ্ট করছে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ভেদিকুড়া সীমান্তের চীনামাটির পাহাড়। ভেদিকুড়া দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা একটি গ্রাম। ধোবাউড়া উপজেলা থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে মেঘালয় সীমান্তের পাশে ভেদিকুড়া মৌজার সীমান্ত। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা চীনামাটির এ সৌন্দর্য দেখতে এখানে আসেন। 

ভেদিকুড়া বিট অফিস সূত্রে জানা গেছে, ভেদিকুড়া মৌজায় মোট ৫ একর এলাকা জুড়ে প্রায় ২০-২৫টি ছোট বড় চীনামাটির পাহাড় রয়েছে। 

স্থানীয় বাসিন্দারা সাদা চীনামাটির পাহাড় ও প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরতে সরকারি বা বেসরকারি সংস্থার উদ্যোগে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি জানিয়েছেন। 
 
মনসাপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল ইসলাম বলেন, 'ভেদিকুড়া মৌজায় ছোট বড় অনেক চীনামাটির পাহাড় রয়েছে। চীনামাটির পাহাড় দেখতে দুর দুরান্ত থেকে মানুষজন আসেন। এই পাহাড়ে থেকে ভারতের মেঘালয় রাজ্যের কিছু অংশ দেখা যায়। সবকিছু মিলিয়ে এই এলাকাটি পর্যটন কেন্দ্রের জন্য উপযুক্ত।' 

উপজেলা সুশাসনের জন্য নাগরিকের (সুজন) এর সাধারণ সম্পাদক সামছুল হক মৃধা বলেন, 'এখানে সরকারি ভাবে একটি পর্যটন কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হলে মানুষ সৌন্দর্য দেখার পাশাপাশি এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।' 

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম বলেন, 'সরেজমিনে দেখে পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।'    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত