Ajker Patrika

ঈশ্বরগঞ্জে ৯ ইটভাটাকে জরিমানা, ভেঙে দেওয়া হলো তিনটি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৯: ৩৩
ঈশ্বরগঞ্জে ৯ ইটভাটাকে জরিমানা, ভেঙে দেওয়া হলো তিনটি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে পরিচালিত ৯টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ইটভাটাগুলোর মালিকদের ৩৫ লাখ টাকা জরিমানার পাশাপাশি তিনটি ইটভাটাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। 

পরিবেশ অধিদপ্তর জানায়, অবৈধভাবে, নিষিদ্ধ এলাকায় এবং অবৈধভাবে মাটি কাটার অপরাধে ইটভাটাগুলোয় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। আজ দিনভর অভিযানে ঈশ্বরগঞ্জের মেসার্স ভাই ভাই ব্রিকসকে চার লাখ টাকা, মেসার্স আলী ব্রিকসকে চার লাখ, মেসার্স মাহি ব্রিকসকে চার লাখ, মেসার্স সওদাগর ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স বিজয় ব্রিকসকে পাঁচ লাখ, মেসার্স আফতাব ব্রিকসকে তিন লাখ, মেসার্স মোয়াজ্জেম ব্রিকসকে তিন লাখ, মেসার্স সোহেল ব্রিকসকে তিন লাখ এবং মেসার্স এ গনি ব্রিকসকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

এর মধ্যে মেসার্স সওদাগর ব্রিকস, মেসার্স বিজয় ব্রিকস ও মেসার্স আফতাব ব্রিকসকে এক্সকাভেটর মেশিন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। 

পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার আজকের পত্রিকাকে জানান, অবৈধভাবে, নিষিদ্ধ এলাকায় এবং অবৈধভাবে মাটি কাটার অপরাধে ইটভাটাগুলোয় অভিযান চালানো হয়। ৯টি ইটভাটার মালিককে ৩৫ লাখ টাকা জরিমানাসহ তিনটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত