Ajker Patrika

ভোটের দিন স্বামী বাড়ি ফেরার পথে শিশুসহ মা নিখোঁজ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ভোটের দিন স্বামী বাড়ি ফেরার পথে শিশুসহ মা নিখোঁজ

বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন মোছা. কুসুম। সেখানে দুই দিন থেকে ভোটের দিন গত ৭ জানুয়ারি স্বামীর বাড়ি ফেরার পথে তিন বছর বয়সী ছেলে ইয়াছিনসহ নিখোঁজ হন তিনি। সপ্তাহ পেরিয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি। 

কুসুম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের অলহরী গ্রামের দেলোয়ার হোসেন সুমনের মেয়ে। 

পরিবারের সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ত্রিশাল পৌরসভার উজানপাড়া গ্রামের কামাল হোসেনের সঙ্গে বিয়ে হয় কুসুমের। এর মধ্যে ছোটখাটো মনোমালিন্য বাদে ভালোই চলছিল তাঁদের সংসার। 

কুসুমের বাবা সুমন বলেন, ‘আমার মেয়ে এবং নাতিকে এক সপ্তাহ ধরে খুঁজে পাচ্ছি না। ভোটের দিন স্বামীর বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে ছিল সে। এরপর থেকেই আর খুঁজে পাচ্ছি না। এমন কোনো আত্মীয়–স্বজন নেই যাদের বাড়িতে খোঁজ নেইনি। শেষে নিরুপায় হয়ে ত্রিশাল থানায় ও  পুলিশ সুপার (পিবিআই) ময়মনসিংহ বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।’ 

নিখোঁজ কুসুমের স্বামী কামালের সঙ্গে এ বিষয়ে কথা বলতে তাঁর ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘এ বিষয়ে আমি এখনো জানি না। তবে খোঁজখবর নিয়ে দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত