Ajker Patrika

ময়মনসিংহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড: নিহত বেড়ে ৬

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড। ফাইল ছবি
ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস মোড়ে আজহার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড। ফাইল ছবি

ময়মনসিংহ নগরীর রহমতপুর এলাকার একটি ফিলিং স্টেশনে আগুনের ঘটনায় আব্দুল মালেক (৫০) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মালেক। তিনি রহমতপুর এলাকার ‘আজাহার ফিলিং স্টেশনের’ পাশে চায়ের দোকান চালাতেন।

আগুনে এর আগে হিমেল মুন্সি (২৯), আব্দুল কুদ্দুস (৮০), আবুল হোসেন (৪৫), তোফাজ্জল হোসেন (৪২) ও কামরুল হাসান (৩৫) মারা যান। গুরুতর দগ্ধ হয়ে সুমি আক্তার (৩০) নামের আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন।

আব্দুল মালেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা এস এম নুর হোসেন।

তিনি বলেন, ৪ নভেম্বর রাতে ময়মনসিংহ থেকে গুরুতর অবস্থায় দগ্ধ ব্যক্তিদের ঢাকায় নেওয়া হয়। তাঁদের মধ্যে আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক মারা যান। বর্তমানে সুমি আক্তার নামের একজন ঢাকার বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁর শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

আগুনে নিহত প্রাইভেট কারের চালক হিমেল মুন্সির মা বাদী হয়ে ৬ নভেম্বর আজহার ফিলিং স্টেশনের মালিক আজহারসহ ছয়জনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন। আসামিরা বর্তমানে জামিনে আছেন।

উল্লেখ্য, ৪ নভেম্বর দুপুরে আজাহার ফিলিং স্টেশনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সাতটি গাড়ি পুড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত