ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুর রশিদ (৭০) নামে এক অবসরপ্রাপ্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার বিকেলে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
নিহত আব্দুর রশিদ নেত্রকোনা জেলার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। এ ছাড়া তিনি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টায় বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে চরহোসেনপুর মার্কাজ মসজিদে নামাজের উদ্দেশে রওনা হন রশিদ। মসজিদের সামনে যেতেই ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর কিশোরগঞ্জগামী একটি ড্রাম ট্রাক এসে আব্দুর রশিদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মো. আব্দুর রশিদ (৭০) নামে এক অবসরপ্রাপ্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৮টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার বিকেলে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
নিহত আব্দুর রশিদ নেত্রকোনা জেলার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাক্তন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছিলেন। এ ছাড়া তিনি ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টায় বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে চরহোসেনপুর মার্কাজ মসজিদে নামাজের উদ্দেশে রওনা হন রশিদ। মসজিদের সামনে যেতেই ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর কিশোরগঞ্জগামী একটি ড্রাম ট্রাক এসে আব্দুর রশিদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কোটচাঁদপুরে বিষ দিয়ে শিশুকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার দুই দিন পর সৎমাকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার তাঁকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
৫ মিনিট আগেসুনামগঞ্জের জগন্নাথপুরে কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের মারামারির ঘটনায় ১০ দিন পর থানায় মামলা করা হয়েছে। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা।
৭ মিনিট আগেজাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে রাজধানীর ভাটারা এলাকা থেকে একটি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (৮ মার্চ) ভাটারা থানাধীন চৌমাইল হাইস্কুলের কাছে এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেশেরপুরের শ্রীবরদীতে এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার চারটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
১১ মিনিট আগে