Ajker Patrika

কলসিন্দুর ফুটবল কন্যাদের জয়

প্রতিনিধি, তারাকান্দা (ময়মনসিংহ) 
কলসিন্দুর ফুটবল কন্যাদের জয়

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর সরকারি উচ্চ বিদ্যালয় ও তারাকান্দা উপজেলার বাট্রা ভাটপাড়া এসসি উচ্চ বিদ্যালয়ের নারী ফুটবলারদের মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বিকেলে বাট্রা ভাটপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। 

বৃষ্টি ভেজা কর্দমাক্ত মাঠে এ খেলায় প্রচুর দর্শক উপস্থিত ছিল। ৯০ মিনিটের এ খেলায় কলসিন্দুর সরকারি উচ্চ বিদ্যালয় ২-১ গোলে বাট্টা ভাটপাড়া এসসি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। তারাকান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকারিয়া আলমের উদ্যোগে এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে খেলার অতিথিরা ক্রেস্ট তুলে দেন। 

খেলায় উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক, তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কামাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাঁকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তীসহ আরও অনেকে। 

তারাকান্দা উপজেলা আওয়ামী লীগ ও বাট্টা ভাটপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘এই প্রীতি ম্যাচটি অত্র এলাকায় অনুষ্ঠিত হওয়ায় এলাকার অনেক মেয়েরা এখন নারী ফুটবলার হতে আগ্রহী হয়ে উঠবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত