Ajker Patrika

হত্যা মামলায় যাবজ্জীবন, ২০ বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
হত্যা মামলায় যাবজ্জীবন, ২০ বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক হত্যা মামলায় যাবজ্জীবন সাজা হয় আবুল মনসুরের (৪৮)। সাজা এড়াতে ছদ্মবেশে ২০ বছর পালিয়ে থাকার পর অবশেষে তাঁকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র‍্যাব-১৪। গতকাল সোমবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

আবুল মনসুর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারী গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

ময়মনসিংহ র‍্যাব-১৪ কার্যালয় সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলার পস্তারী গ্রামের গ্রেপ্তারকৃত আবুল মনসুরের সঙ্গে প্রতিবেশী মো. বাচ্চু মিয়ার জমি বিরোধ ছিল। এ অবস্থায় ২০০৩ সালের ২ ডিসেম্বর বাচ্চু মিয়াকে কুপিয়ে হত্যা করে আবুল মনসুর ও তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহত বাচ্চুর চাচা আব্দুল জলিল বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ২০২১ সালে জালাল উদ্দিন, তাঁর দুই ছেলে আবুল মনসুর ও বাচ্চু এবং স্ত্রী আহার বানুকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। 

এদিকে হত্যাকাণ্ডের পরই পালিয়ে যান আবুল মনসুর। যাবজ্জীবন সাজা এড়াতে পরিচয় গোপনকরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে ২০ বছর পালিয়ে ছিলেন তিনি। কিন্তু এতেও শেষ রক্ষা হলো না তাঁর। অবশেষে গ্রেপ্তার হন আবুল মনসুর। 

ময়মনসিংহ র‍্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘হত্যা মামলায় যাবজ্জীবন সাজা এড়াতে ২০ বছর পলাতক ছিলেন আবুল মনসুর। গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত