Ajker Patrika

শিশু রাইহানের পরিবারের দায়িত্ব নিতে উপজেলা প্রশাসনের আশ্বাস

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৭: ২৮
শিশু রাইহানের পরিবারের দায়িত্ব নিতে উপজেলা প্রশাসনের আশ্বাস

সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুতে ছয় সদস্যের পরিবার নিয়ে বিপাকে পড়া সেই শিশু আবু রাইহানের পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন। এ ছাড়া প্রাথমিকভাবে অর্থসহায়তা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী ব্যক্তি, সহায়তা দিয়েছেন এক সাংবাদিকও। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এ আশ্বাস দেন। তিনি বলেন, ভুক্তভোগী পরিবারের দুটি শিশু বাচ্চাকে সরকারি শিশু পরিবারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিহতের স্ত্রী তাসলিমা খাতুনকে স্থানীয় একটি স্পিনিং মিলে তাঁর উপযোগী একটা চাকরির ব্যবস্থা করা হবে। 

প্রবাসী ও সাংবাদিকদের দেওয়া অর্থসহায়তার ১২ হাজার টাকা রাইহান ও তার দৃষ্টিপ্রতিবন্ধী মায়ের হাতে তুলে দেওয়ার পর আজ বুধবার এ সিদ্ধান্তের কথা জানান তিনি। 

এর আগে ত্রিশাল প্রেস ইউনিটির কার্যালয়ে উপস্থিত হয়ে অর্থসহায়তা তুলে দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শফিকুল ফেরদৌস, শিখরী ফাউন্ডেশন ও জঙ্গলবাড়ী বাতিঘরের সভাপতি মেহেদী কাউসার ফরাজী, ত্রিশাল প্রেস ইউনিটির সভাপতি সাইফুল আলম তুহিন, সাধারণ সম্পাদক মেহেদী জামান লিজন, সহসভাপতি আবু রাইহান, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সুমন, দপ্তর সম্পাদক রিয়াদুল ইসলাম প্রমুখ। 

নিহত সিএনজিচালিত অটোরিকশাচালক হাবিবুরের স্ত্রী তাসলিমা আক্তার বলেন, ‘ত্রিশাল উপজেলা প্রশাসন, সহায়তাকারী ও স্থানীয় সাংবাদিক ভাইদের প্রতি আমরা কৃতজ্ঞতা। হঠাৎ আমার স্বামীর মৃত্যুতে দিশেহারা হয়ে গিয়েছিলাম। এখন প্রশাসন ও সাংবাদিকের সহযোগিতায় ভবিষ্যৎ এর আশা দেখতে পাচ্ছি।’ 

গত শুক্রবার বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা যান। এতে বৃদ্ধ দাদি ও প্রতিবন্ধী মা-বোনসহ ছয় সদস্যের পরিবার নিয়ে বিপাকে পড়ে মৃত হাবিবুরের ১৩ বছরের কোমলমতি শিশু আবু রাইহান। তাঁরা সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহায়তা কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত