Ajker Patrika

ঈশ্বরগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকার পুকুরে, নিহত ২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
ঈশ্বরগঞ্জে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকার পুকুরে, নিহত ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এতে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যার আগে ময়মনসিংহ–কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চরহোসেনপুর এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের মো. লোকমান হোসেনের মেয়ে জান্নাতুন আদন (১১) এবং কিশোরগঞ্জের বাজিদপুর উপজেলার ইলুচিয়া এলাকার মৃত বানু পালের ছেলে বাবুল পাল (৬৫)। 

আহতরা হলেন-বাবুল পালের স্ত্রী সীমা পাল (৪৫), ছেলে তন্ময় পাল (২৫), গৌরীপুর উপজেলার পাটবাজার মোড় এলাকার ইন্দ্রজিৎ দাসের স্ত্রী সুপ্তি পাল (৩৫), ছেলে শ্রেষ্টজিৎ দাস (৭)। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী প্রাইভেটকারটি চরহোসেনপুর এলাকার হেলাল উদ্দিনের পুকুর সংলগ্ন আসা মাত্রই পথচারী মাদ্রাসা ছাত্রী জান্নাতুন আদন হঠাৎ গাড়ির সামনে এসে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। ওই সময় মাদ্রাসা ছাত্রী গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয়। অপরদিকে প্রাইভেটকারে থাকা এক যাত্রীরও মৃত্যু হয়। 

এ ছাড়াও প্রাইভেটকারে থাকা আরও চার যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত