ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সপ্তাহে দু-এক দিন স্কুলে যাওয়া সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত প্রতিবেদন জমা দিতে গড়িমসি করছে উপজেলা শিক্ষা অফিস। তদন্তের ১১ দিনেও প্রতিবেদন দেওয়া হয়নি। অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষকের অনিয়মের বিষয়টি ধামাচাপা দিতেই হয়তো তদন্ত প্রতিবেদন জমা দিতে গড়িমসি করা হচ্ছে।
উপজেলার বাগবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়েরের বিরুদ্ধে বিদ্যালয়ে মাসে দু-এক দিন উপস্থিত হয়ে হাজিরা খাতার পুরো মাসের স্বাক্ষর দেওয়ার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। এমন অভিযোগের ভিত্তিতে গত ২৯ ফেব্রুয়ারি সরেজমিন অনুসন্ধানে গিয়ে অভিযোগের সত্যতা পান আজকের পত্রিকার এ প্রতিবেদক। তখন প্রধান শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি স্বীকার করেন বিদ্যালয়ের শিক্ষকেরাও।
১ মার্চ ‘স্কুলে যান সপ্তাহে দুদিন, হাজিরা দেন পুরো মাসের’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি আমলে নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স।
পরে ২ মার্চ ‘সপ্তাহে দুই দিন স্কুলে যাওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইন ভার্সনে আরেকটি সংবাদ প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে ৪ মার্চ উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) নিলুফার হাকিম সরেজমিন বিষয়টি তদন্তও করে আসেন। কিন্তু তদন্তের ১১ দিন পরও কোনো সিদ্ধান্ত না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা খোকন মিয়া, মো. উমর ফারুক ও মো. আল আমিন বলেন, ‘উপজেলা থেকে কর্মকর্তা আসেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ সত্য কি না যাচাই করতে। আমরা এলাকাবাসী একবাক্যে বলে দিয়েছি, অভিযোগ শতভাগ সত্য। শুধু তা-ই নয়, সবাই মিলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষরও দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো, তদন্তের এত দিন পরও কোনো সিদ্ধান্ত হলো না। তাহলে কি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে?’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) নিলুফার হাকিম বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগটি সরেজমিনে তদন্ত করেছি। পারিপার্শ্বিক কারণে প্রতিবেদনটি এখনো জমা দেওয়া হয়নি। তদন্তে যা পেয়েছি, প্রতিবেদনে তাই উল্লেখ করে দ্রুত ইউএনও স্যারের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে দিব।’
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্তের প্রতিবেদন দ্রুত জমা দেওয়ার জন্য আমার দপ্তর থেকে তাগিদ দেওয়া হবে।’
এ প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি এ কে এম ফরিদউল্লাহ বলেন, ‘বিষয়টি নিয়ে আমি উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলব।’
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সপ্তাহে দু-এক দিন স্কুলে যাওয়া সেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত প্রতিবেদন জমা দিতে গড়িমসি করছে উপজেলা শিক্ষা অফিস। তদন্তের ১১ দিনেও প্রতিবেদন দেওয়া হয়নি। অভিযোগ উঠেছে, প্রধান শিক্ষকের অনিয়মের বিষয়টি ধামাচাপা দিতেই হয়তো তদন্ত প্রতিবেদন জমা দিতে গড়িমসি করা হচ্ছে।
উপজেলার বাগবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়েরের বিরুদ্ধে বিদ্যালয়ে মাসে দু-এক দিন উপস্থিত হয়ে হাজিরা খাতার পুরো মাসের স্বাক্ষর দেওয়ার অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। এমন অভিযোগের ভিত্তিতে গত ২৯ ফেব্রুয়ারি সরেজমিন অনুসন্ধানে গিয়ে অভিযোগের সত্যতা পান আজকের পত্রিকার এ প্রতিবেদক। তখন প্রধান শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি স্বীকার করেন বিদ্যালয়ের শিক্ষকেরাও।
১ মার্চ ‘স্কুলে যান সপ্তাহে দুদিন, হাজিরা দেন পুরো মাসের’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি আমলে নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স।
পরে ২ মার্চ ‘সপ্তাহে দুই দিন স্কুলে যাওয়া সেই শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইন ভার্সনে আরেকটি সংবাদ প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে ৪ মার্চ উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) নিলুফার হাকিম সরেজমিন বিষয়টি তদন্তও করে আসেন। কিন্তু তদন্তের ১১ দিন পরও কোনো সিদ্ধান্ত না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা খোকন মিয়া, মো. উমর ফারুক ও মো. আল আমিন বলেন, ‘উপজেলা থেকে কর্মকর্তা আসেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ সত্য কি না যাচাই করতে। আমরা এলাকাবাসী একবাক্যে বলে দিয়েছি, অভিযোগ শতভাগ সত্য। শুধু তা-ই নয়, সবাই মিলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষরও দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো, তদন্তের এত দিন পরও কোনো সিদ্ধান্ত হলো না। তাহলে কি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে?’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা (টিইও) নিলুফার হাকিম বলেন, ‘প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগটি সরেজমিনে তদন্ত করেছি। পারিপার্শ্বিক কারণে প্রতিবেদনটি এখনো জমা দেওয়া হয়নি। তদন্তে যা পেয়েছি, প্রতিবেদনে তাই উল্লেখ করে দ্রুত ইউএনও স্যারের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে দিব।’
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স আজকের পত্রিকাকে বলেন, ‘তদন্তের প্রতিবেদন দ্রুত জমা দেওয়ার জন্য আমার দপ্তর থেকে তাগিদ দেওয়া হবে।’
এ প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা শিক্ষা কমিটির সভাপতি এ কে এম ফরিদউল্লাহ বলেন, ‘বিষয়টি নিয়ে আমি উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলব।’
‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৯ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
৯ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
৯ ঘণ্টা আগেরাজধানীর দক্ষিণখানে ওভারটাইমের টাকা কম দেওয়ায় ‘নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রি লিমিটেড’ নামের একটি গার্মেন্টস ভাঙচুর করেছেন শ্রমিকেরা। এ সময় গার্মেন্টসটির ভেতরে থাকা ৫-৬টি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
৯ ঘণ্টা আগে