Ajker Patrika

গৌরীপুরে হিন্দু পরিবারের জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ, আদালতে মামলা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি 
আদালতের নির্দেশে জমিতে পাকা ঘর তোলা বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত
আদালতের নির্দেশে জমিতে পাকা ঘর তোলা বন্ধ রয়েছে। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে অচিন্ত্যপুর ইউনিয়নের সিংরাউন্দ গ্রামে এক হিন্দু পরিবারের মালিকানাধীন জমিতে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে আদালতে মামলা করলে জমিতে আদালত ১৪৪ ধারা জারি করেন। পরে গৌরীপুর থানার পুলিশ গিয়ে কাজ বন্ধের নির্দেশ দেয়।

ভুক্তভোগী পরিবারটি জানায়, সিংরাউন্দ মৌজায় এসএ খতিয়ানের ১৪০ নম্বর দাগ ও আরএস খতিয়ানের ২৭১ নম্বর দাগের ৯ শতক জমির মালিক সুরেশ চন্দ্র নমদাস। জমির হালনাগাদ খাজনাসহ সবকিছু আপডেট রয়েছে তাদের। জমিটি একই গ্রামের মৃত আব্দুল বারেকের বাড়ির পাশে। সম্প্রতি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগে আব্দুল বারেকের ছেলে মো. রোবেল মিয়া সেখানে পাকা ঘর নির্মাণ শুরু করেন। বাধা দিলেও কাজ হয়নি। নিরুপায় হয়ে সুরেশের ছেলে গোপাল চন্দ্র বিশ্বাস বাদী হয়ে আদালতে মামলা করেন।

তবে রোবেল মিয়া দাবি করেন, সিএসমূলে তাদের পরিবার এ জমির মালিক। ভুলে এসএ এবং আরএস খতিয়ানে সুরেশ চন্দ্রের নাম লিপিবদ্ধ হয়েছে। এ ব্যাপারে সম্প্রতি তিনি আদালতে মামলা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাযহারুল আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, বিরোধপূর্ণ জমিতে আদালত ১৪৪ ধারা জারি করলে রোবেল মিয়াকে বাড়ি নির্মাণে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় পুলিশ। সে অনুযায়ী বর্তমানে কাজ বন্ধ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

বাংলাদেশি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কি সত্যি হলো, ২০২৫ সালে আরও কী হবে

ড. ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত