Ajker Patrika

৩ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই, মা-ছেলেসহ গ্রেপ্তার ৩ 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৯: ৪৯
৩ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাই, মা-ছেলেসহ গ্রেপ্তার ৩ 

ময়মনসিংহের ত্রিশালে তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় মা ও দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার হিন্দুপল্লী নদীর পাড় এলাকা এবং পার্শ্ববর্তী উপজেলা ভালুকার সিষ্টোর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া গ্রামের বেদেনা খাতুন (৫৯), তাঁর ছেলে হারুন মিয়া (৪৪) ও আরেক ছেলে মো. নাঈম (২৫)।

পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় গতকাল সোমবার পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবীর বাদী হয়ে এই তিনজনকে অভিযুক্ত করে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, পুলিশকে আহত করে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে বেদেনা নামের ওয়ারেন্টভুক্ত এক আসামি ধরতে ধানিখোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় যায় পুলিশ। বেদেনাকে বাড়িতে পেয়ে গ্রেপ্তার করতে চাইলে তাঁর ছেলে নাইম ও হারুন এলোপাতাড়ি তিন পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে মাকে ছিনিয়ে নিয়ে যায়।

 এ সময় ত্রিশাল থানার পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেন, উপপুলিশ পরিদর্শক গোলাম রসুল ও রাকিব আহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সে সময় আসামি বেদেনাসহ অন্যরা পালিয়ে যায়। আহত পুলিশ কর্মকর্তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত