Ajker Patrika

অটোচালককে পিটিয়ে ভাইরাল হওয়া সেই এসআইকে প্রত্যাহার

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪: ৫৬
অটোচালককে পিটিয়ে ভাইরাল হওয়া সেই এসআইকে প্রত্যাহার

নেত্রকোনার মোহনগঞ্জে অটোরিকশাচালক মন্তু মিয়াকে বাজারে ফেলে বেধড়ক পিটিয়ে ভাইরাল হওয়া পুলিশের সেই এসআই মো. মোনাহার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্ত করা হচ্ছে।

প্রত্যাহার হওয়া এসআই মোনাহার হোসেন মোহনগঞ্জ থানার আওতাধীন আদর্শনগর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ। আর ভুক্তভোগী মন্তু মিয়া নওহাল এলাকার বাসিন্দা।

জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ গতকাল শুক্রবার বিকেলে তাঁকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেন। পাশাপাশি ঘটনা তদন্তের নির্দেশ দেন।

শনিবার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের স্টেশন রোডে মন্তু মিয়ার অটোরিকশা এসআই মোনাহারের মোটরসাইকেলকে সামান্য ধাক্কা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মোনাহার অটোরিকশাচালক মন্তু মিয়াকে শার্টের কলার ধরে টেনে নামিয়ে রাস্তায় ফেলে বেধড়ক লাথি, কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে একটি দোকানের গলিতে নিয়ে ফের নির্মমভাবে পেটান তাঁকে। এ সময় উপস্থিত লোকজন মোনাহারের হাত থেকে মন্তুকে বাঁচাতে এগিয়ে গেলে তাদের ওপর চড়াও হন তিনি।

পরদিন এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক প্রতিক্রিয়া দেখান এলাকাবাসী। এসআই মোনাহারের শাস্তি দাবি করেন স্থানীয়সহ বিভিন্ন প্রান্তের মানুষ। বিষয়টি জেলা পুলিশ সুপারের নজরে এলে দ্রুত এসআই মোনাহারকে প্রত্যাহার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত