Ajker Patrika

হিজড়া নেতাদের ডেকে পথচারীদের হয়রানি বন্ধের নির্দেশ ওসির

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৪
হিজড়া নেতাদের ডেকে পথচারীদের হয়রানি বন্ধের নির্দেশ ওসির

হিজড়া কর্তৃক পথচারী হয়রানি বন্ধে উদ্যোগ নিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। এরই অংশ হিসেবে হিজড়াদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন তিনি। গত সোমবার বিকেলে কোতোয়ালি মডেল থানায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সূত্র জানায়, বিভাগীয় নগরীর রেলওয়ে স্টেশন, পাটগুদাম বাসস্ট্যান্ড, মাসকান্দা বাসস্ট্যান্ড, টাঙ্গাইল বাসস্ট্যান্ড, দিঘারকান্দা বাইপাস মোড়, আকুয়া বাইপাস মোড়, শম্ভুগঞ্জ বাজার তিন রাস্তার মোড়সহ বিভিন্ন মোড়ে ও সড়কে হিজড়ারা দীর্ঘদিন ধরে পথচারী ও যাত্রীদের কাছ থেকে টাকা আদায় করছে। টাকা আদায়ের কৌশল হিসেবে গায়ে হাত দেওয়াসহ নানাভাবে হয়রানি করে আসছে। চাহিদামতো টাকা না পাওয়ায় নানা অঙ্গভঙ্গি করে পথচারী ও যাত্রীদের অপমানের অভিযোগও রয়েছে। 

বিষয়টি কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নজরে এলে তাদের ডেকে মতবিনিময় সভা করেন তিনি। 

এ সময় হিজড়া নেতৃবৃন্দ দাবি করেন, তাদের কর্ম নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তর নানাভাবে আশ্বাস দেয়। তবে কোনো আশ্বাসই পূরণ হয়নি। জেলা প্রশাসনের সহযোগিতায় তাদের কিছু প্রশিক্ষণ দিয়ে সামান্য টাকা দেওয়া হয়েছে। তবে প্রশিক্ষণ-পরবর্তী উপযুক্ত কাজের উদ্যোগ নেওয়া হয়নি। 

মতবিনিময় সভায় ওসি শাহ কামাল আকন্দ বলেন, `আপনাদের বিরুদ্ধে পথচারী ও যাত্রীদের হয়রানি এবং তাদের অপদস্থ করার অসংখ্য অভিযোগ রয়েছে। আপনারা মানুষকে রাস্তাঘাটে এভাবে হয়রানি করবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আপনাদের জন্য ব্যবস্থা করা হবে। এ ছাড়া আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা।' 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত