Ajker Patrika

দুর্গাপুরে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক আরজ আলী স্মৃতি রক্ষায় মানববন্ধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুরে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক আরজ আলী স্মৃতি রক্ষায় মানববন্ধন

নেত্রকোনার দুর্গাপুরে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক আরজ আলী স্মৃতি রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আরজ আলী স্মৃতি সংসদ ও এলাকাবাসীর আয়োজনে সুসং সরকারি মহাবিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন শহীদ বুদ্ধিজীবী আরজ আলী স্মৃতি সংসদের আহ্বায়ক সুসং সরকারি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. আইযুব আলী, ওয়াজেদ আলী বিশ্বাস, আব্দুল জব্বার মুন্সী, সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান জনি, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

বক্তারা বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে নেত্রকোনা কলেজের দর্শনের প্রভাষক মো. আরজ আলী স্যারের অনেক অবদান রয়েছে। একাত্তরের ১৩ আগস্ট পাকিস্তানি সেনারা কলেজের শিক্ষক হোস্টেল থেকে তাঁকে আটক করে তাঁদের ক্যাম্পে নিয়ে যায়। এরপর পাক সেনারা ১৬ আগস্ট তাঁকে হত্যা তাঁর মরদেহ নদীতে ফেলে দেয়। স্বাধীনতার ৫০ বছরেও তারঁ স্মৃতি রক্ষায় তেমন কেন উদ্যোগ নেওয়া হয়নি। প্রশাসনিকভাবে প্রক্রিয়াধীন ১৯৭৩ সালে দুর্গাপুর পৌর শহরের ধান মহাল থেকে বিদ্যানিকেতন স্কুল পর্যন্ত শহীদ বুদ্ধিজীবী আরজ আলী সড়ক। কিন্তু বর্তমানে তা এখনও বাস্তবায়ন হয়নি।’ তাই অতি দ্রুত সে সড়কে রাষ্ট্রীয় বিধি মোতাবেক নাম ফলকসহ পুনঃস্থাপনের জন্য জোরালো দাবি জানান বক্তারা। 

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসানের নিকট জমা দেওয়া হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত