জামালপুর প্রতিনিধি
জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে পথচারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
সরেজমিন দেখা গেছে, আজ সকাল প্রথমে বিক্ষোভকারীরা শহরের বাইপাস মোড়ে জড়ো হয়ে মিছিল বের করে। পরে মিছিল নিয়ে মির্জা আজম চত্বরে অবস্থান নেয়। সেখানে সমাবেশ শেষে বকুলতলা চত্বরে যাওয়ার সময় পুলিশ-বিজিবি বাধা দেয়। বিক্ষোভকারীরা দুই ঘণ্টা পর পুলিশের ব্যারিকেড ভেঙে বকুলতলা যাওয়ার সময় যুবলীগ–ছাত্রলীগের সঙ্গে মুখোমুখি হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর পুলিশ বিজিবি এবং র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সরকার আমাদের ভাইকে হত্যা করেছে, তারা অসংখ্য ছাত্রদের যেভাবে গ্রেপ্তার করে জেলে রেখেছে, আবার পরীক্ষা দিতে বলে। আমরা পরীক্ষায় অংশ নিব না। সরকারকে পদত্যাগ করেই ঘরে ফিরব।’
একজন আন্দোলনকারী ছাত্রী বলেন, ‘মা আমাকে ঘরে তালা দিয়ে রেখেছিলেন। আমাকে আন্দোলনে যেতে দিবে না। আমি অন্য বাড়ির এক আঙ্কেলকে ডেকে তালা খুলে বের হয়ে এসেছি। আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ না নিয়ে বাড়ি ফিরব না।’
জামালপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সোহেল মাহমুদ বলেন, ‘আমরা তাদের শান্ত হতে বলেছি। তারা আমাদের ব্যারিকেড ভেঙে দিয়ে চলে গেল।’
জামালপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এতে পথচারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে।
সরেজমিন দেখা গেছে, আজ সকাল প্রথমে বিক্ষোভকারীরা শহরের বাইপাস মোড়ে জড়ো হয়ে মিছিল বের করে। পরে মিছিল নিয়ে মির্জা আজম চত্বরে অবস্থান নেয়। সেখানে সমাবেশ শেষে বকুলতলা চত্বরে যাওয়ার সময় পুলিশ-বিজিবি বাধা দেয়। বিক্ষোভকারীরা দুই ঘণ্টা পর পুলিশের ব্যারিকেড ভেঙে বকুলতলা যাওয়ার সময় যুবলীগ–ছাত্রলীগের সঙ্গে মুখোমুখি হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর পুলিশ বিজিবি এবং র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আন্দোলনকারীরা বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। সরকার আমাদের ভাইকে হত্যা করেছে, তারা অসংখ্য ছাত্রদের যেভাবে গ্রেপ্তার করে জেলে রেখেছে, আবার পরীক্ষা দিতে বলে। আমরা পরীক্ষায় অংশ নিব না। সরকারকে পদত্যাগ করেই ঘরে ফিরব।’
একজন আন্দোলনকারী ছাত্রী বলেন, ‘মা আমাকে ঘরে তালা দিয়ে রেখেছিলেন। আমাকে আন্দোলনে যেতে দিবে না। আমি অন্য বাড়ির এক আঙ্কেলকে ডেকে তালা খুলে বের হয়ে এসেছি। আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ না নিয়ে বাড়ি ফিরব না।’
জামালপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সোহেল মাহমুদ বলেন, ‘আমরা তাদের শান্ত হতে বলেছি। তারা আমাদের ব্যারিকেড ভেঙে দিয়ে চলে গেল।’
রাজধানীর গুলশানের একটি বাড়িতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়ে শতাধিক ব্যক্তি। বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বলে দাবি করেন তারা। ওই বাড়িতে গণ–অভ্যুত্থানে ছাত্র–জনতা হত্যাকারীরা আশ্রয় নিয়েছে এবং অবৈধ অস্ত্র...
২ মিনিট আগে‘মায়ের রক্তচাপ বেড়ে হঠাৎ নাক দিয়ে রক্ত পড়ছিল। উপায় না পেয়ে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকাতে নিয়ে যাই। কারণ মায়ের অবস্থা অনেক খারাপ ছিল। ঢাকার একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তিন দিন সেখানে চিকিৎসা শেষে আবার মাদারীপুরে আসি। কিন্তু এই চিকিৎসা এখানেই...
৯ ঘণ্টা আগেকেউ একা এসেছেন, কেউ পরিবার নিয়ে। কারও হাতে হালিমের বাটি, আবার কারও হাতে ছোলা ভুনা, পিঁয়াজু, বেগুনির প্যাকেট। সবাই ইফতারি কিনতে ভিড় জমিয়েছেন রাজধানীর বেইলি রোডে। পুরান ঢাকার চকবাজারের পর রকমারি ইফতার বাজার হিসেবে রাজধানীবাসীর অন্যতম পছন্দের জায়গা বেইলি রোড। প্রতিবছরের মতো এবার রমজানেও সুস্বাদু...
৯ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি কথিত মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পণ্ড করে দেয়। গত সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হজরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় তৌহিদি জনতা লাঠি মিছিল নিয়ে হামলা করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত...
৯ ঘণ্টা আগে