Ajker Patrika

হ্যাটট্রিক মেয়রের পর এবার এমপি হলেন এ বি এম আনিছুজ্জামান

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৯: ৫৩
হ্যাটট্রিক মেয়রের পর এবার এমপি হলেন এ বি এম আনিছুজ্জামান

ময়মনসিংহের ত্রিশালে টানা তিনবার দলীয় মনোনয়নের বাইরে গিয়ে নির্বাচন করে জয়ী হয়েছেন সাবেক পৌর মেয়র আওয়ামী লীগ নেতা এ বি এম আনিছুজ্জামান। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে জয়ী হয়েছেন। 

এই জয়ের মাধ্যমে তিনি প্রমাণ করলেন, ওই তিনবারই দলীয় ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ আসনে দল থেকে মনোনয়ন না পেয়ে সিদ্ধান্ত নেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার। তাঁর ব্যাপক জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ট্রাক প্রতীক নিয়ে গতকাল রোববারের নির্বাচনে ২১ হাজার ২০৭ ভোট বেশি পেয়ে নৌকার প্রার্থী হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানীকে পরাজিত করে বিজয়ী হন তিনি।

১২০ কেন্দ্রের সবগুলোর ফলাফলে ট্রাক প্রতীক পেয়েছে ৭১ হাজার ৭৩৮ ভোট, নৌকা প্রতীক পেয়েছে ৫০ হাজার ৫৩১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মজিদ লাঙ্গল নিয়ে পেয়েছেন ২ হাজার ৬৫ ভোট এবং তৃণমূল বিএনপির প্রার্থী ড. আব্দুল মালেক ফরাজী সোনালী আঁশ প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮০ ভোট। এ আসনে মোট ভোট ছিল ৩ লাখ ৭৪ হাজার ৯১৪ ভোট। মোট ভোট পড়েছে ৩৩ দশমিক ৮৭ শতাংশ। 

জানা গেছে, আনিছুজ্জামান ২০১১ সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। এরপর ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকার প্রার্থী জাহিদুল ইসলাম সরকার জুয়েলকে হারিয়ে জয় ছিনিয়ে নেন। এরপর ২০২১ সালে নৌকার প্রার্থী নবী নেওয়াজ সরকারকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে আবারও বিজয়ী হোন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত