Ajker Patrika

বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ৭ নেতা-কর্মী কারাগারে 

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৭: ৩১
বিস্ফোরক আইনের মামলায় বিএনপির ৭ নেতা-কর্মী কারাগারে 

নওগাঁর রাণীনগরে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের সাত নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁরা সবাই হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন চাইলে তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ। 

বিষয়টি নিশ্চিত করেন আসামিপক্ষের আইনজীবী সাব্বির হোসেন। তিনি বলেন, ‘আদালত তাঁদের সবাইকে কারাগারে পাঠিয়েছেন। আমরা পরবর্তীকালে আবার জামিন চাইব।’ 

কারাগারে পাঠানো বিএনপির নেতা-কর্মীরা হলেন রাণীনগর উপজেলা যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান, মোশাররফ হোসেন ও ফরহাদ আলী মন্ডল, উপজেলা বিএনপির সদস্য নয়ন খান, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহবুব হাছান ও বড়গাছা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক একলাস আলী মন্ডল। 

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রাণীনগর উপজেলার ঝিনা এলাকায় দলীয় সভা শেষে যুবলীগের ১০-১৫ কর্মী মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ঝিনা-রাণীনগর সড়কের দিঘীরপাড় ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এ ঘটনায় ওই দিন রাতেই জয়নাল সরদার নামের এক যুবলীগ কর্মী বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৮ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। এ মামলায় ওই ৮ নেতা-কর্মী ৬ সপ্তাহ আগে হাইকোর্ট থেকে আগাম জামিন পান। 

জামিনের মেয়াদ শেষে আজ নওগাঁর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে মামলার এজহারভুক্ত বিএনপির সাত নেতা-কর্মী পুনরায় জামিনের আবেদন করেন। আসামিদের জামিনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাব্বির হোসেন। আর জামিনের বিরোধিতা করে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুল খালেক। উভয়পক্ষের শুনানি নিয়ে ওই সাত নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত