Ajker Patrika

রাজশাহীতে শিশু নির্যাতন মামলায় একজন কারাগারে

রাজশাহী প্রতিনিধি
রাজশাহীতে শিশু নির্যাতন মামলায় একজন কারাগারে

রাজশাহীতে শিশু নির্যাতনের মামলায় আবদুর রহমান নামের একজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি জেলার পবা উপজেলার আল-জামিয়া আল-সালাফিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আলোচিত ইসলামিক বক্তা আবদুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে এবং নিজেও একজন ইসলামিক বক্তা।

গত ১৬ মার্চ মাদ্রাসার এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় করা মামলায় আবদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এ আদেশ দিয়েছেন। মামলার বাদীপক্ষের আইনজীবী ইব্রাহিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাদীপক্ষের আইনজীবী জানান, গত ১৬ মার্চ মাদ্রাসায় দুই শিক্ষার্থীর টাকা হারানোর ঘটনা ঘটে। এ সময় আবদুর রহমানের ভাইয়ের ছেলে এবং ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তোলেন এক শিক্ষার্থী। এতে ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীকে পেটান আবদুর রহমান। এ সময় ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেলে। পরে পরিবারের সদস্যরা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এরপর ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে আবদুর রহমানকে আসামি করে নগরীর শাহমখদুম থানায় একটি মামলা করেন।

আইনজীবী ইব্রাহিম হোসেন আরও জানান, মামলা হওয়ার পর আসামি আবদুর রহমান উচ্চ আদালতে গিয়ে অন্তর্বর্তীকালীন জামিন নেন। এই জামিনের মেয়াদ শেষে উচ্চ আদালত আসামিকে নিম্ন আদালতে হাজির হতে বলেছিলেন। সে অনুযায়ী তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত