Ajker Patrika

শেয়াল মারতে পাতা ফাঁদে শিশুর মৃত্যু!

প্রতিনিধি, কাজীপুর (সিরাজগঞ্জ)
শেয়াল মারতে পাতা ফাঁদে শিশুর মৃত্যু!

শিয়ালের হাত থেকে মুরগির খামার রক্ষা করতে পাতা বৈদ্যুতিক ফাঁদে এক শিশুর মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কবিহার উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম সাকিবুল ইসলাম (৬)। 

জানা যায়, উত্তরপাড়া গ্রামের রহিম বক্সের ছেলে রুবেল মিয়া রাস্তার পাশে একটি মুরগির খামার গড়ে তুলেছেন। এই খামারকে শেয়ালের হাত থেকে রক্ষা করতে প্রতিদিন স্টিলের তৈরি জালে হাই ভোল্টেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে শেয়াল মারার ফাঁদ পাততেন তিনি। এই জালে বিদ্যুতায়িত হয়ে ওই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সন্ধ্যায় ওই শিশুকে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। নিহত সাকিবুল উপজেলার কবিহার গ্রামের রঞ্জু মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্র বলছে, নিহত সাকিবুল আজ সকালে বড়শি দিয়ে মাছ ধরার জন্য বোলতার বাসা সংগ্রহ করতে বেড়িয়েছিল। এরপর সে আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যায় স্থানীয়রা জালে তাকে আটকে থাকতে দেখতে পান। মৃত্যুর ঘটনার পর বিদ্যুৎ সংযোগ খুলে রেখেছেন খামারি রুবেল। 

কাজীপুর পল্লি বিদ্যুৎ অফিসের ডিজিএম আবদুল্লাহ আল আমিন জানান, শেয়াল মারার জন্য অবৈধ ওই ফাঁদ পেতেছিলেন খামারি। অবৈধ সংযোগ হয়ে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত