Ajker Patrika

করোনামুক্ত হলেন রাজশাহী বিভাগীয় কমিশনার, এখনো পজিটিভ ডিসি 

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬: ০৫
করোনামুক্ত হলেন রাজশাহী বিভাগীয় কমিশনার, এখনো পজিটিভ ডিসি 

রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ করোনামুক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার থেকে দাপ্তরিক কাজকর্ম শুরু করছেন তিনি। তবে রাজশাহীর জেলা প্রশাসক (ডিসি) আবদুল জলিল এখনো করোনা পজিটিভ। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহকারী কমিশনার অভিজিৎ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, জেলা প্রশাসক সম্মেলনে যোগ দেওয়ার জন্য গত রোববার নমুনা পরীক্ষা করান বিভাগীয় কমিশনার ও ডিসি। এতে তাঁদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন ও রাজশাহী-৪ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকও করোনা পজিটিভ। তাঁরা ঢাকায় আইসোলেশনে আছেন। 

অভিজিৎ সরকার বলেন, করোনা পজিটিভ হওয়ার পর বিভাগীয় কমিশনার আরও দুই দফা নমুনা পরীক্ষা করেছেন। দুবারই করোনা নেগেটিভ রিপোর্ট হয়েছে। তাই আজ থেকে তিনি অফিস করছেন। তবে জেলা প্রশাসক পড়ে আবার নমুনা পরীক্ষা করালেও তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। তাই তিনি এখনো আইসোলেশনে আছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত