Ajker Patrika

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে নারীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে নারীর যাবজ্জীবন

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জে নিলা ওরফে কনা (২৯) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই দণ্ড দেন। 

দণ্ডপ্রাপ্ত নিলা ওরফে কনা চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বড়বাগডাঙ্গা গিধনীপাড়া গ্রামের মজিবুরের মেয়ে। 

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ৩ আগস্ট রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার রাজশাহী-ঢাকা মহাসড়কের চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদস্যরা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ন্যাশনাল ট্রাভেলসে তল্লাশি চালানোর সময় বাস যাত্রী নিলার ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে ১৪৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ সময় নিলাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। 

এ ঘটনায় র‍্যাব-১২ এর ডিএডি ইউনুছ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে ৮ জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত। সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত নিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত