প্রতিনিধি, বেড়া (পাবনা)
পাবনা জেলার বেড়া ও সাঁথিয়া উপজেলায় বিভিন্ন স্থানে ব্যাপক হারে তৈরি হচ্ছে মৎস্য উৎপাদনের জন্য ক্ষতিকর নিষিদ্ধ জাল ‘চায়না দোয়ার’। লাভজনক ব্যবসা হওয়ায় কারণে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এ জাল তৈরির কারখানা। মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে উৎপাদন বন্ধের চেষ্টা করলেও তা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাই দ্রুত বৃদ্ধি পাচ্ছে নিষিদ্ধ জাল চায়না দোয়ারের ব্যবহার। এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে দেশীয় প্রজাতির মাছের বংশ বিস্তারের প্রধান অন্তরায় হয়ে দাঁড়াবে চায়না দোয়ারের ভয়ংকর এ জাল।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, চায়না থেকে আমদানি করে এ দেশের মাছ শিকারিদের কাছে অভিনব ফাঁদ হিসেবে পরিচিতি করে তোলেন ঢাকার কিছু জাল ব্যবসায়ী। বছর তিনেক আগে লোহার তারের খাঁচা ও নেট দিয়ে তৈরি এ পণ্যটি প্রথম দেশের বাজারে এসেছে। ওই বছর প্রতিটি দোয়ার ৮-১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। পরের বছর ঢাকার ব্যবসায়ীরা সে পণ্যটি নিজেরাই উৎপাদন করে তা ৫-৬ হাজার টাকা বিক্রি করেন। আর এ বছর এটির উৎপাদনে স্থানীয় ব্যবসায়ীরা যুক্ত হলে তা একেবারে সহজলভ্য হয়ে যায়। এখন স্থানীয় বাজারে এ চায়না দোয়ার ফাঁদটি ২-৩ হাজারে বিক্রি হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, বেড়া উপজেলার বেড়া পৌর এলাকার চরপাড়া মহল্লা, কৈতলা ইউনিয়নের সোনা পদ্মা, আমিনপুর থানার বাঘলপুর, সাঁথিয়া উপজেলার আতাইকুলা ও নাক ডেমরা এলাকা। এ সব এলাকার অন্তত দশটি জাল তৈরির কারখানা থেকে প্রতিদিন শত শত জাল উৎপাদন করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রশাসনিক তৎপরতার শিথিলতার সুযোগে উৎপাদনকারীরা মনেই করছেন না পণ্যটি সরকার ঘোষিত একটি নিষিদ্ধ পণ্য। এতে বাজারে প্রকাশ্য বিক্রি হওয়াতে প্রশাসনিক ব্যর্থতার চিত্রই ফুটে উঠেছে।
এ বিষয়ে বেড়া উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদত হোসেন জানান, গত এক সপ্তাহ ধরে বেড়া উপজেলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল ও "চায়না দোয়ার" (জাল) ব্যবহারে মৎস্য জীবীরা যেন বিরত থাকেন। গত বছর এ জাল ব্যবহারকারীদের আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছিল।
এ বিষয়ে বেড়া উপজেলা প্রশাসনে কাছে জানতে চাইলে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী জানান, তিনি গত ৯ জুলাই এমন একটি কারখানার খোঁজ পেয়ে বেড়া পৌর এলাকার বনগ্রাম চরপাড়া মহল্লার বিশ্বজিৎ হালদারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ "চায়না দোয়ার" তৈরির নেট, তার ও যন্ত্রপাতি উদ্ধার করে পুড়িয়ে ফেলেছিলেন। নিষিদ্ধ ঘোষিত এ জাল তৈরির কারখানার সন্ধান পেলে তিনি অভিযান পরিচালনা করবেন।
জানা গেছে পঞ্চাশ থেকে আশি ফুট লম্বা একধরনের ফাঁদ যা নেট ও লোহার মোটা তার দিয়ে তৈরি। এটি নদীর তলদেশে আড়াআড়ি ভাবে পেতে রাখা হয়। পাতা সে ফাঁদের দু দিকে জানালার মতো পাল্লা কাটা থাকে। সেই পাল্লা দিয়ে ছোট বড় সকল মাছ ভেতরে ঢুকে পড়ে। মাছ একবার ঢুকলে আর বের হতে পারে না। এ পদ্ধতিটি চায়নাদের আবিষ্কার। এ জালটি আমাদের নদী, জলাশয়ে অবাধ ব্যবহার করলে আমাদের দেশীয় প্রজাতির মাছের অবাধ বিচরণ ও বংশ বিস্তারের প্রতিবন্ধকতা আশঙ্কা থেকে মৎস্য অধিদপ্তর এ অভিনব ফাঁদটি নিষিদ্ধ ঘোষণা করেছেন।
পাবনা জেলার বেড়া ও সাঁথিয়া উপজেলায় বিভিন্ন স্থানে ব্যাপক হারে তৈরি হচ্ছে মৎস্য উৎপাদনের জন্য ক্ষতিকর নিষিদ্ধ জাল ‘চায়না দোয়ার’। লাভজনক ব্যবসা হওয়ায় কারণে উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে এ জাল তৈরির কারখানা। মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে উৎপাদন বন্ধের চেষ্টা করলেও তা কার্যকর ভূমিকা রাখতে পারছে না। তাই দ্রুত বৃদ্ধি পাচ্ছে নিষিদ্ধ জাল চায়না দোয়ারের ব্যবহার। এখনই নিয়ন্ত্রণ করতে না পারলে দেশীয় প্রজাতির মাছের বংশ বিস্তারের প্রধান অন্তরায় হয়ে দাঁড়াবে চায়না দোয়ারের ভয়ংকর এ জাল।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, চায়না থেকে আমদানি করে এ দেশের মাছ শিকারিদের কাছে অভিনব ফাঁদ হিসেবে পরিচিতি করে তোলেন ঢাকার কিছু জাল ব্যবসায়ী। বছর তিনেক আগে লোহার তারের খাঁচা ও নেট দিয়ে তৈরি এ পণ্যটি প্রথম দেশের বাজারে এসেছে। ওই বছর প্রতিটি দোয়ার ৮-১০ হাজার টাকায় বিক্রি হয়েছে। পরের বছর ঢাকার ব্যবসায়ীরা সে পণ্যটি নিজেরাই উৎপাদন করে তা ৫-৬ হাজার টাকা বিক্রি করেন। আর এ বছর এটির উৎপাদনে স্থানীয় ব্যবসায়ীরা যুক্ত হলে তা একেবারে সহজলভ্য হয়ে যায়। এখন স্থানীয় বাজারে এ চায়না দোয়ার ফাঁদটি ২-৩ হাজারে বিক্রি হচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, বেড়া উপজেলার বেড়া পৌর এলাকার চরপাড়া মহল্লা, কৈতলা ইউনিয়নের সোনা পদ্মা, আমিনপুর থানার বাঘলপুর, সাঁথিয়া উপজেলার আতাইকুলা ও নাক ডেমরা এলাকা। এ সব এলাকার অন্তত দশটি জাল তৈরির কারখানা থেকে প্রতিদিন শত শত জাল উৎপাদন করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। প্রশাসনিক তৎপরতার শিথিলতার সুযোগে উৎপাদনকারীরা মনেই করছেন না পণ্যটি সরকার ঘোষিত একটি নিষিদ্ধ পণ্য। এতে বাজারে প্রকাশ্য বিক্রি হওয়াতে প্রশাসনিক ব্যর্থতার চিত্রই ফুটে উঠেছে।
এ বিষয়ে বেড়া উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহাদত হোসেন জানান, গত এক সপ্তাহ ধরে বেড়া উপজেলার বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রচার প্রচারণা চালানো হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল ও "চায়না দোয়ার" (জাল) ব্যবহারে মৎস্য জীবীরা যেন বিরত থাকেন। গত বছর এ জাল ব্যবহারকারীদের আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছিল।
এ বিষয়ে বেড়া উপজেলা প্রশাসনে কাছে জানতে চাইলে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সবুর আলী জানান, তিনি গত ৯ জুলাই এমন একটি কারখানার খোঁজ পেয়ে বেড়া পৌর এলাকার বনগ্রাম চরপাড়া মহল্লার বিশ্বজিৎ হালদারের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ "চায়না দোয়ার" তৈরির নেট, তার ও যন্ত্রপাতি উদ্ধার করে পুড়িয়ে ফেলেছিলেন। নিষিদ্ধ ঘোষিত এ জাল তৈরির কারখানার সন্ধান পেলে তিনি অভিযান পরিচালনা করবেন।
জানা গেছে পঞ্চাশ থেকে আশি ফুট লম্বা একধরনের ফাঁদ যা নেট ও লোহার মোটা তার দিয়ে তৈরি। এটি নদীর তলদেশে আড়াআড়ি ভাবে পেতে রাখা হয়। পাতা সে ফাঁদের দু দিকে জানালার মতো পাল্লা কাটা থাকে। সেই পাল্লা দিয়ে ছোট বড় সকল মাছ ভেতরে ঢুকে পড়ে। মাছ একবার ঢুকলে আর বের হতে পারে না। এ পদ্ধতিটি চায়নাদের আবিষ্কার। এ জালটি আমাদের নদী, জলাশয়ে অবাধ ব্যবহার করলে আমাদের দেশীয় প্রজাতির মাছের অবাধ বিচরণ ও বংশ বিস্তারের প্রতিবন্ধকতা আশঙ্কা থেকে মৎস্য অধিদপ্তর এ অভিনব ফাঁদটি নিষিদ্ধ ঘোষণা করেছেন।
জামালপুরের চরাঞ্চলে শীতকালীন সবজির বাগানে বিপর্যয় দেখা দিয়েছে। এই মৌসুমে একদিকে অতিরিক্ত বৃষ্টি, অন্যদিকে খরার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সবজি গাছ মরে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, এই সময়ে কৃষি বিভাগের কোনো সহায়তা পাননি তাঁরা।
২ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। থানা-পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে...
৩ মিনিট আগেকুয়াকাটায় জেলের জালে ধরা পড়া ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। বাজার থেকে মাছটি কেনার পর এক ব্যবসায়ী তা অনলাইনে বিক্রি করেন।
৬ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) প্রো-ভিসি অধ্যাপক রাকিবুল ইসলাম বলেছেন, ‘দুর্ঘটনা তো আর বলে-কয়ে আসে না। এটা হঠাৎ ঘটে গেছে। এখন আমি মনে করব, কাউকে দোষ দেওয়ার চেয়ে ঘটনা উত্তরণে সবাইকে কাজ করতে হবে।
১৩ মিনিট আগে